ডিবিসি’র ‘ইলেকশন এক্সপ্রেস’ অনুষ্ঠান চলাকালে চাঁদপুর-৩ আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী মৎসজীবী লীগ নেতা আলহাজ্ব রেদওয়ান খান বোরহানের উপর হামলার ঘটনা ঘটেছে। ১অক্টোবর রোববার সকাল ১০টায় চাঁদপুর সদর উপজেলার লক্ষীপুর মডেল ইউনিয়নের ৮৫ নং সপ্রাবি মাঠে এই ঘটনা ঘটে।
এতে ২জন সাংবাদিকসহ অন্তত ২৫ নেতাকর্মী আহত এবং নির্বাচনী গণসংযোগের ব্যবহৃত ৪টি গাড়ি ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ করেছেন রেদওয়ান খান বোরহান।
গুরুতর আহত সাংবাদিক গাজী মহসিন এবং স্থানীয় আওয়ামী লীগনেতা মজিব পাটোয়ারী চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে চাঁদপুর সদর-হাইমচর- ৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব রেদওয়ান খান বোরহান বলেন, আজকে জনপ্রিয় টেলিভিশন ডিবিসি চ্যানেলের ‘ইলেকশন এক্সপ্রেস’ নামের একটি লাইভ অনুষ্ঠান ছিল আমাকে নিয়ে। অনুষ্ঠানটি চাঁদপুর সদরের লক্ষ্মীপুর ইউনিয়নে একটি স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। আমি ওই স্কুলের একজন দাতা সদস্য।
তিনি বলেন, লাইভ অনুষ্ঠান চলাকালে কুখ্যাত বালুখেকো সেলিম খানের নেতৃত্বে একদল সন্ত্রাসী আমাদের উপর আতঙ্কিতভাবে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। হামলায় শাহালম মাঝি, শামিম, জুয়েল, আল আমিন, বিল্লালসহ স্থারীয় সন্ত্রাসীরা অংশ নেয়।
হামলাকারীরা আমার নেতা-কর্মী এবং সমর্থকদের রক্তাক্ত করেছে। তাদের হামলা থেকে ডিবিসি নিউজ চ্যানেলের ক্যামেরার পারর্সন সবুজ, সাংবাদিক হিমেল মাহবুব এবং স্থানীয় দৈনিক চাঁদপুর প্রবাহের স্টাফ রিপোর্টার গাজী মহসিনও রেহায় পায়নি।
রেদওয়ান খান বোরহান বলেন, আমার নিজের এলাকায় এমন একটি ঘটনা এবং আমার দলের লোকদের কাছ থেকে কখনোই প্রত্যাশা ছিলো না। আমি এ ঘটনায় আমাদের অভিভাবক, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বিচার দিলাম।