চাঁদপুর জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের ৩দিন ব্যাপী প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে ।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, চাঁদপুর ইউনিট- এর সহশিক্ষা কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে চাঁদপুর বহরিয়া হাই স্কুল এন্ড কলেজে ২য় ধাপে তিন (০৩ ) দিন ব্যাপী ২৫ জন শিক্ষার্থী নিয়ে রেড ক্রস/রেড ক্রিসেন্ট মৌলিক ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণের আয়োজন করা হয়।
উক্ত প্রশিক্ষণে রেড ক্রস/রেড ক্রিসেন্ট, এর জন্ম ইতিহাস, মূলনীতি, সাংগঠনিক কাঠামো, যুব রেড ক্রিসেন্ট, সহ শিক্ষা ছাড়াও প্রাথমিক চিকিৎসার মধ্যে জ্ঞান হারানো, রক্তপাত বন্ধ করার নিয়ম, কামর ও বিষক্রিয়া, বৈদ্যুতিক সক, ক্ষত ও ক্ষত এর পরিচর্যা, রোগি পরিবহন এবং নেতৃত্ব ইত্যাদি বিষয়গুলো প্রশিক্ষন এর অন্তর্ভুক্ত আছে।
উক্ত প্রশিক্ষনটি উদ্ভোদন করেন চাঁদপুর সদর উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার, কামাল হোসেন, আরো উপস্থিত ছিলেন বহরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক,মো ইমান হোসেন, চাঁদপুর ইউনিট এর ইউনিট লেভেল কর্মকর্তা,আসশাদুল হায়দার চৌধুরী (পমি), চাঁদপুর ইউনিট এর যুব প্রধান আবুল বাশার নোমান, ও ইউনিটের অন্যান্য প্রশিক্ষক বৃন্দ।