পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম এর দিক-নির্দেশনায়, অফিসার ইনচার্জ, হাজীগঞ্জ থানা ও অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, চাঁদপুর এর তত্ত্বাবধানে রোববার পৃথক দু’টি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে হাজীগঞ্জ থানাধীন উচ্চাঙ্গা বাকিলা রেলক্রসিং হতে ৬ কেজি গাঁজা সহ একজন ও চাঁদপুর সদর থানাধীন ঘোষেরহাট থেকে ৩ কেজি গাঁজা সহ ০২ জন; সর্বমোট ০৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে চাঁদপুর জেলা পুলিশ।
১ অক্টোবর দুপুর সাড়ে ১২ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানাধীন উচ্চাঙ্গা সাকিনস্থ বাকিলা রেলক্রসিং সংলগ্ন রেল লাইনের পশ্চিম পার্শ্বে পাঁকা রাস্তার উপর চেকপোস্ট করে একজন আসামী গ্রেফতার করে হাজীগঞ্জ থানার একটি চৌকস টিম। আসামীর হাতে থাকা একটি কাপড়ের ব্যাগ তল্লাশী করে ০২টি প্যাকেটে খাকী রংয়ের স্কচটেপ দ্বারা মোড়ানো ০৪ (চার) কেজি গাঁজা এবং অপর একটি সাইড ব্যাগ তল্লাশী করে একটি প্যাকেটে খাকী রংয়ের স্কচটেপ দ্বারা মোড়ানো ০২ (দুই) কেজি গাঁজাসহ সর্বমোট-০৬ (ছয়) কেজি গাঁজা উদ্ধার পূর্বক জব্দ করা হয়।যার মূল্য ১,২০,০০০/- (এক লক্ষ বিশ হাজার) টাকা। গ্রেফতারকৃত আসামীর নাম আলেয়া বেগম (৩৮)।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে চাঁদপুর হাজীগঞ্জ থানার মামলা নং-২, তারিখ- ০১/১০/২০২৩ খ্রিঃ ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,৩৬(১) সারণির ১৯(খ) রুজু করা হয়।
অদ্য ০১/১০/২০২৩খ্রিঃ তারিখ ১৩.৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে সদর মডেল থানাধীন ঘোষেরহাট সাকিনস্থ কুমিল্লা-টু-চাঁদপুর আঞ্চলিক সড়কের সীমা পাইপ ইন্ডাষ্ট্রিজ এর সামনে পাকা রাস্তার উপর থেকে দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে ০৩ কেজি গাঁজা উদ্ধার করে। গ্রেফতারকৃত আসামীর নাম ১। খাদিজা আক্তার প্রঃ বৃষ্টি (২১), ২। হাফছা বেগম (২৫)।
গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে সদর মডেল থানায় ২০১৮ইং সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারনির ১৯(ক)ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
চাঁদপুর জেলাকে মাদক মুক্ত করা এবং মাদকের ভয়াল গ্রাস থেকে তরুণ প্রজন্ম ও যুব সমাজ কে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞ চাঁদপুর জেলা পুলিশ। মাদকের বিরুদ্ধে এই অভিযান চলমান থাকবে।