চাঁদপুর সদর উপজেলার হানারচর ইউনিয়নের চেয়ারম্যান আবদুস সাত্তার ঢ়ারী নিজ ক্ষমতা বলে সরকারি ভাবে করানো গাইড ওয়ালের পাশের পিলার উঠিয়ে পেলেছে। পরিষদ থেকে চেয়ারম্যানের নতুন বাড়ির রাস্তার বাম পাশের সকল বল্লী (পিলার) উঠিয়ে অন্যস্থাানে নিয়ে গিয়েছে। কিছু পিলার পরিষদের সামনে এখনো রয়েছে। এ নিয়ে ঐ রাস্তা দিয়ে যাতায়েতকারীসহ এলাকাবাসীর মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে।
জানা যায়, হানারচর পরিষদ থেকে চেয়ারম্যানের নতুন বাড়ির রাস্তার দুই পাশে সরকারি ভাবে গাইড ওয়াল করা হয়েছে, নতুন রাস্তা, নতুন গাইড ওয়াল, সে রাস্তার এক পাশের পিলার (বল্লী) চেয়ারম্যান কিভাবে উঠাচ্ছে এমন প্রশ্ন সাধারণ মানুষের মাঝে ঘুরপাক খাচ্ছে। চেয়ারম্যান আব্দুল সাত্তার ঢ়ারী অনিয়ম ভাবে সরকারি ভাবে দেওয়া গাইড ওয়ালের পিলার উঠানোর কারনে রাস্তাটি ঝুঁকিতে পড়েছে। সরকারি ভাবে নির্মান করা গাইল ওয়ালের পাশের সার্পোটিংয়ের বল্লী দেওয়া হয়, কোন প্রকার কারন ছাড়াই তিনি গাইড ওয়ালের পাশের বল্লী উঠিয়েছে, চেয়ারম্যান বাড়ীর রাস্তার বাকী পিলারগুলো উঠানোর জন্য তিনি প্রস্ততি নিচ্ছে বলে অনেকেই জানিয়েছে।
এ বিষয়ে চাঁদপুর সদর উপজেলা উপসহকারী প্রকৌশলী আইয়ুখ খান জানান, সরকারি ভাবে নির্মান করা গাইড ওয়ালের পাশে দেওয়ার বল্লী উঠনোর কোন প্রকার নিয়ম নেই, সে বিষয়ে আমাদেরকে সে অবগত করেনি। এ বিষয়ে চেয়ারম্যান সাত্তার ঢ়ারী কোন প্রকার বক্তব্য দিতে চায়নি।