জাতীয় উৎপাদনশীলতা দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে ২ অক্টোবর সোমবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জাতীয় উৎপাদনশীলতা দিবসের প্রতিপাদ্য ‘ স্মার্ট বাংলাদেশ বিনির্মানে উৎপাদনশীলতা ‘ এ নিয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক কামরুল হাসান।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন চাঁদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি তমাল কুমার ঘোষ ,স্বাগত বক্তব্য রাখেন বিসিক জেলা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মাকসুদুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান ভূইয়া, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ এ এইচ এম আহসান উল্ল্যা, চাঁদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক পরেশ মালাকার ও সদস্য বিএডিসি’র বীজ ও সার ডিলার মোঃ আলমগীর হোসেন পাটওয়ারী, বিসিক শিল্প মালিক সমিতির সাধারণ সম্পাদক বি এম হারুন অর রশিদ, বিসিক জেলা কার্যালয়ের প্রমোশন কর্মকর্তা মোঃ রবিউল আলম, সম্প্রসারণ কর্মকর্তা মোঃ শাহরিয়ার খান প্রমূখ।