চাঁদপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ফরাক্কাবাদ উচ্চ বিদ্যালয়ের নবাগত মোঃ ইলিয়াস মিয়া যোগদান করেছেন। ৩ অক্টোবর তিনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন। এর আগে তিনি বহরিয়া উচ্চ বিদ্যালয় দীর্ঘ দিন যাবত সহকারী প্রধান শিক্ষক হিসেবে সততা ও নিষ্টার সাথে দায়িত্ব পালন করে আসছিলেন।
মোঃ ইলিয়াস মিয়া শিক্ষকতার শুরু থেকে এ পর্যন্ত অতি সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন, যেখানেই তিনি মহান পেশার শিক্ষকতা করেছেন, সেখানেই তিনি সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন, এক জন আদর্শ শিক্ষক হিসেবে ইলিয়াস মিয়ার সুনাম সর্বদিকে রয়েছে। ছাত্র ছাত্রীদের সঠিক ভাবে শিক্ষা প্রদানের জন্য তিনি নিরলস ভাবে সব সময় কাজ করেন। ইলিয়াস মিয়া সরকারের ঘোষনা অনুযায়ী শিক্ষা কার্যক্রম করার দীর ব্যাক্তয় করেছেন।
ফরাক্কাবাদ উচ্চ বিদ্যালয়ের যোগদানের পর ইলিয়াস মিয়া বলেন, তিনি যে দায়িত্ব গ্রহন করেছেন, সে দায়িত্ব যাতে সসতা ওনিষ্ঠার সাথে করতে পারেন, তার জন্য বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক শিক্ষিকা, ম্যানেজিং কমিটির, অভিভাবক ও এলাকার সর্বশ্রেনী পেশার মানুষের সার্বিক সহযোগীতা কামনা করেছেন। তিনি বলেন বর্তমান সরকারের ঘোষনা অনুযায়ী ফরাক্কাবাদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা অব্যাহত থাককে, এলাকার সকল শিক্ষার্থীদের নিজের সন্তানের মত দায়িত্ব নিয়ে শিক্ষা ব্যবস্থা করা হবে, কোন প্রকার অনীয়ম বা দুর্নীতি যাতে বিদ্যালয়ে না আসতে পারে, তার জন্য বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি, শিক্ষক শিক্ষিকা এলাকাবাসীর সার্বিক সহযোগীতা তিনি কামনা করেছেন।