৫ অক্টোবর ২০২৩ইং অনুষ্ঠিত হতে যাচ্ছে চাঁদপুর সদর উপজেলা দলিল লিখক সমিতির নির্বাচন।
এবারের নির্বাচন কে কেন্দ্র করে চাঁদপুর সদর উপজেলা দলিল লিখক সমিতির গঠিত নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী ৩ অক্টোবর রাত ১২ টায় শেষ হয়েছে উক্ত নির্বাচনের সকল ধরনের প্রচার প্রচারণা।
ইতিমধ্যে উক্ত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীরা প্রতীক বরাদ্দ পেয়ে সকল প্রচার প্রচারণা শেষ করেছে।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা কারী প্রার্থীরা তাদের বিজয় সুনিশ্চিত করার লক্ষ্যে নানা ধরনের কৌশল অবলম্বন করেন। তন্মধ্যে ব্যক্তিগত যোগাযোগ, সভা এবং কুশলাদি বিনিময় ছিলো অন্যতম।
সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী ১১ টি পদের নির্বাচন হওয়ার কথা থাকলেও ২ টি পদে ২ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায়, বাকী ৯ টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৮ জন প্রার্থী।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা কারী ৯ টি পদের বিপরীতে যে সকল প্রার্থীরা প্রতীক নিয়ে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করছেন, তাঁরা হচ্ছেন –
সভাপতি পদে গোলাম মোস্তফা খান (চেয়ার) ও মোঃ শাহজাহান মিয়া,(ছাতা) সাধারণ সম্পাদক পদে ৪ জন, – এম আই মমিন খান (মোবাইল ফোন) , মোঃ আখতারুজ্জামান (ঘড়ি) , সায়েদুর রহমান মানিক ( মাছ) ও হানিফ আখন্দ,(মোরগ)
সহ সভাপতি পদে দুজন গিয়াস উদ্দিন তালুকদার(দোয়াত কলম) ও মহসীন পাটোয়ারী (বই) , যুগ্ম সম্পাদক পদে ২ জন, যথাক্রমে মোরশেদ আলম ভুট্টো ( কলস) ও সোহরাব হোসেন নাছির ( চাপকল)
অর্থ সম্পাদক পদে ২ জন যথাক্রমে শাহজাহান বেপারী ( চাক্কা) ও মাইনুদ্দিন শাহ তুহিন ( মোমবাতি) প্রচার সম্পাদক মোঃ শাহ আলম খান (হরিণ) ও হাবীব মীর ( প্রজাপতি)
এবং কার্যকরী সদস্য পদে ৪ জন যথাক্রমে মোঃ হুমায়ুন ( কাপ পিরিচ) , ফয়েজ আহমেদ (টেলিভিশন) হোসেন আলী( গোলাপ ফুল) ও বশির উদ্দিন (চশমা)
অপরদিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত বা বিজয়ী প্রার্থীরা হলেন – সাংগঠনিক সম্পাদক মফিজ উল্যা মিয়াজী ও দপ্তর সম্পাদক পদে মোঃ আমিনুল আলম রিয়াদ।
উক্ত নির্বাচনে ৯ টি পদে ১৮ জন প্রার্থীর মোট ভোটার সংখ্যা ৫৪।
৫ অক্টোবর সকাল ১০ টা থেকে ২ টা পর্যন্ত চাঁদপুর সদর উপজেলা দলিল লিখক সমিতি কার্যালয়ে উক্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
উক্ত নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার আলহাজ্ব মোঃ খোরশেদ আলম বাবুল জানান, আগামীদিন ৫ অক্টোবর চাঁদপুর সদর উপজেলা দলিল লিখক সমিতির নির্বাচন ২০২৩ ই ং সফল ভাবে সম্পূর্ণ করার জন্য সকল ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
ঐ দিন ৫৪ জন সদস্য বা ভোটার সকাল ১০ টা থেকে ২ টা পর্যন্ত গোপন ব্যালটের মাধ্যমে তাদের আগামীর নেতৃত্ব নির্বাচন করবেন।