ইলিশ আমাদের রূপালি সম্পদ। এই সম্পদ রক্ষায় আগামী ১২ অক্টোবর থেকে ০২ নভেম্বর ২০২৩ তারিখ পর্যন্ত নদীতে মাছ ধরায় নিষেধাজ্ঞা রয়েছে। তালিকাভুক্ত জেলেদের জন্য রয়েছে সরকারি প্রণোদনা ও সহায়তা। ইলিশ রক্ষায় সচেতনতার বিকল্প নেই। সদর উপজেলার জেলেদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলা প্রশাসন অন্যান্য ইউনিয়নের ন্যায় লক্ষীপুর ইউনিয়নে ৫ অক্টোবর বৃহস্পতিবার আয়োজন করেছে জনসচেতনতামূলক সভা।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, চাঁদপুর কামরুল হাসান।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন মো: কামরুজ্জামান পিপিএম, নৌ পুলিশ সুপার, চাঁদপুর, জেলা মৎস্য কর্মকর্তা, সদর মডেল থানার পরিদর্শক, কোস্টগার্ডের প্রতিনিধি, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, মৎস্যজীবীসহ সংশ্লিষ্ট সকলে।
সভায় সভাপতিত্ব করেন সাখাওয়াত জামিল সৈকত, উপজেলা নির্বাহী অফিসার, চাঁদপুর সদর।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে জেলেদের করণীয় ও বর্জনীয় বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।