“আগামীর স্মার্ট বাংলাদেশের
সারথী তোমরাই”
চাঁদপুরের এডিসি (শিক্ষা ও আইসিটি) মোস্তাফিজুর রহমান
চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী শাহ্তলী জিলানী চিশতী কলেজের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের একাদশ শ্রেনির ছাত্র-ছাত্রীদের নবীন-বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ৮অক্টোবর (রবিবার) সকাল ১১টায় কলেজ মিলনায়তনে নবীন-বরণ অনুষ্ঠানে কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী’র সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোস্তাফিজুর রহমান।
প্রধান অতিথি চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোস্তাফিজুর রহমান বক্তব্যে বলেন, চমৎকার সুন্দর ও মনোরম পরিবেশে ডাকাতিয়া নদীর তীরে ও রেল লাইনের পাশে এ প্রতিষ্ঠানটি গড়ে উঠেছে। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মরহুম এটি আহমেদ হোসাইন রুশদী’র সাহেব এ প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেছেন। তার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান থেকে অনেকে শিক্ষার্থী পড়াশুনা করে দেশের উচ্চ স্থানে অধিষ্ট রয়েছেন। তোমাদের কেউ তাদের মত হতে হবে।
তিনি বলেন, আমরা ধৈর্য্যশীল জাতি, কারণ আমরা ১৯৪৭সাল থেকে ১৯৭০পর্যন্ত অন্যায় সহ্য করেছি। তাই আমরা ধৈর্যহীন ছিলাম, মাত্র নয় মাসে বঙ্গবন্ধুর নেতৃত্বে পেয়েছি স্বাধীন দেশ। প্রয়োজনের তাগিদে ধৈর্য্য ধরতে হয়। আজকে নবাগত শিক্ষার্থীদের জন্য শুভেচ্ছা রইলো। আগামীর স্মার্ট বাংলাদেশের সারথী তোমরাই। তোমাদের মাধ্যমেই মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ হবে।
তিনি আরও বলেন, আমি চাঁদপুর এসেছি দুই মাস হয়নি। আমার কাজ শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করে খোঁজখবর নেওয়া। আমি অত্যন্ত প্রতিকূল প্রতিষ্ঠান থেকে এ পর্যায়ে এসেছি। আমাদের সময় শিক্ষা প্রতিষ্ঠানে তেমন অবকাঠামোগত কোন সুবিধা ছিল না, আমরা অবকাঠামোগত দিক থেকে পিছিয়ে থাকা শিক্ষা প্রতিষ্ঠান থেকে পড়ালেখা করে এসেছি। আর এখন শিক্ষা প্রতিষ্ঠানে অবকাঠামোগত অবস্থার উন্নতি হয়েছে। বর্তমানে শিক্ষাপ্রতিষ্ঠানে অবকাঠামোর ব্যাপক উন্নয়ন হয়েছে। স্মার্ট প্রযুক্তিকে ভালো কাজে ব্যয় করতে হবে। প্রতিষ্ঠানের লাইব্রেরী সবার জন্য উন্মুক্ত রাখতে হবে। লাইব্রেরী হচ্ছে জ্ঞানের ভান্ডার। খেলার মাঠ উন্মুক্ত রাখতে হবে। খেলাধূলা মনকে প্রফুল্ল রাখে। সাহিত্য আমাদের অনেক আনন্দ দেয়। মোবাইলের নেশা তৈরি না করে, সাহিত্যিকদের অনুসরণ করতে পারো। শিক্ষার্থীদের প্রতি শুভেচ্ছা রইল, সুযোগ থাকলে আবার আসব তোমাদের এ কলেজে।
২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কলেজ গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য মো: আবুল কালাম আজাদের পরিচালনায় সভাপতির বক্তব্য রাখেন, কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।
সভাপতির বক্তব্যে কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী বলেন, একাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি খুবই গুরুত্বপূর্ন, কারন আজ তাদের কলেজের প্রথম দিন। উচ্চ শিক্ষার ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক হলো টার্নিং পয়েন্ট। স্মার্টফোনের মাধ্যমে আজ আমরা তথ্য পাচ্ছি, তা ডিজিটাল বাংলাদেশ এর জন্য সম্ভব হয়েছে। আমার দাদা বিশিষ্ট শিক্ষাবিদ মরহুম এটি আহমেদ হোসাইন রুশদী সাহেব এই কলেজটি প্রতিষ্ঠা করেছেন। নারী শিক্ষার ক্ষেত্রে এ কলেজটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নারী শিক্ষার জন্য নিরাপদ প্রতিষ্ঠান এ কলেজ। এ কলেজটি মাদক, সন্ত্রাস ও ইভটিজিং মুক্ত শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষা প্রতিষ্ঠানে শৃঙ্খলা রক্ষার্থে আমি জিরো টলারেন্স। এ অঞ্চলের অনেক অভিভাবক বলেছেন, যদি এ কলেজটি না থাকতো, তাহলে উচ্চশিক্ষায় তাদের সন্তানদের পড়ানোর সুযোগ হতো না। এ কলেজের প্রতিটি বিষয়ে শিক্ষক রয়েছে। শিক্ষকরা অনেক আন্তরিক ও মেধাবী। কলেজের পাবলিক পরীক্ষার ফলাফল অনেক ভালো। এ প্রতিষ্ঠানের গভর্নিং বডি প্রতিষ্ঠানের প্রতি আন্তরিক। পড়ালেখার পাশাপাশি তোমাদের মানবিক হতে হবে। সুন্দর মানুষ হতে হবে। বাবা মাকে সম্মান করতে হবে, শিক্ষকদেরও সম্মান করতে হবে। কিশোর গ্যাং একটি সামাজিক ব্যাধি, এ ব্যাধি থেকে দূরে থাকতে হবে। শুধু পুঁথিগত বিদ্যা দিয়ে সবকিছু হবে না, বইয়ের জ্ঞানের পাশাপাশি সাধারণ জ্ঞান অর্জন করতে হবে। কারিগরীতে ব্যবহারিক জ্ঞান থাকতে হবে। তোমাদের ধারাই আগামী’র স্মার্ট বাংলাদেশ গড়ে উঠবে। তাই তোমাদের সেভাবেই গড়ে তুলতে হবে।
তিনি বলেন, দেশে অনেক মেগা প্রকল্প হয়েছে। এ অঞ্চলে শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি এমপির কল্যাণে শিক্ষা প্রতিষ্ঠানের সর্বোচ্চ উন্নয়ন হয়েছে। আমাদের এই কলেজসহ এই অঞ্চলের সকল শিক্ষা প্রতিষ্ঠানে চারতলা একাডেমিক ভবন নির্মাণ করা হয়েছে। তাই আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী কে। চাঁদপুরের সাবেক জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিস এ কলেজে বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন করেছেন। চাঁদপুরের নবাগত অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোস্তাফিজুর রহমান মহোদয় অত্যন্ত আন্তরিক ও জনবান্ধব অফিসার। তিনি শিক্ষার উন্নয়নে ও জনকল্যাণে কাজ করে যাচ্ছেন। তিনি নিয়মিত শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করছেন।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, কলেজের অধ্যক্ষ মো: হারুন-অর রশিদ।
অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নয়ন চন্দ্র দাস, হামানকর্দ্দি পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আনোয়ার হোসেন বিএসসি, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোহসিন উদ্দিন, জিলানী চিশতী কলেজের সহকারি অধ্যাপক মো: গোলাম সারওয়ার, সহকারি অধ্যাপক মো: কামরুল হাসান, ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসা: তহমিনা আক্তার, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের মেম্বার মিসেস ফিরোজা বেগম ,২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ও কলেজ গভর্নিং বডির অভিভাবক সদস্য মো: দিদার হোসেন মিজি, নবীন শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন একাদশ শ্রেনির ছাত্রী সুমাইয়া আক্তার শাম্মী।
এসময় উপস্থিত ছিলেন, শাহতলী কামিল মাদরাসা অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন, কলেজের সহকারি অধ্যাপক সাহেরা আক্তার, সহকারি অধাপক আলেয়া চৌধুরী, সহকারি অধ্যাপক ফারজানা আক্তার, সহকারি অধ্যাপক মো: জিয়াউর রহমান, সিনিয়র প্রভাষক মিসেস নুরুন্নাহার বেগম মুক্তা, সিনিয়র প্রভাষক মো: হানিফ মিয়া, কলেজের প্রভাষক মো: জহিরুল ইসলাম খান মুরাদ, প্রভাষক মো: মানিক মিয়া, প্রভাষক মো: হাবিবুর রহমান, প্রভাষক মো: শাহাদাৎ হোসেন, প্রভাষক মাহবুবুর রহমান, প্রভাষক মোসা: মনোয়ারা খাতুন, নবাগত প্রভাষক (সমাজকর্ম) ফরিদা ইয়াসমিন, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাবেক মেম্বার মো: সফিক কারী, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামীলীগের ধর্মবিষয়ক সম্পাদক মো: আবুল কাশেম কারী,৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সোহেল কারী,ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক মজিব কারী,অভিভাবক জসিম গাজীসহ অন্যান্যরা।
অনুষ্ঠানে কলেজের পক্ষ থেকে প্রধান অতিথি চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোস্তাফিজুর রহমান কে ফুলেল শুভেচ্ছা ও স্বাগত জানান কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী সহ অন্যান্যরা।
এসময় কলেজের একাদশ শ্রেনির নবীন ছাত্র-ছাত্রীদের ফুল দিয়ে বরণ করেন এবং ক্লাস রুটিন প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোস্তাফিজুর রহমান, কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী, কলেজ অধ্যক্ষ মো: হারুন-অর রশিদ। পরে এনটিআরসিএ কর্তৃক সুপারিশ প্রাপ্ত ও কলেজ গভর্নিং বডি কর্তৃক নিয়োগ প্রাপ্ত প্রভাষক (সমাজকর্ম) ফরিদা ইয়াছমিনকে ফুল দিয়ে বরণ করা হয়।
অনুষ্ঠান শেষে কলেজ ক্যাম্পাস, কলেজের নব-নির্মিত শহীদ মিনার পরিদর্শন করেন প্রধান অতিথি চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোস্তাফিজুর রহমান, কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদীসহ অন্যান্যরা। শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কলেজের সহকারি অধ্যাপক মাওলানা ছোহাইল আহমাদ চিশতী।
এ ছাড়াও এদিন দুপুরে জিলানী চিশতী উচ্চ বিদ্যালয় তিনি পরিদর্শন করেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোস্তাফিজুর রহমান ।