বাংলাদেশ খেলাফতমজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হকসহ সকল কারাবন্দি উলামায়ে কেরামের নিঃশর্ত মুক্তি এবং নিরপেক্ষ সরকারের অধিনে জাতীয় নির্বাচনের দাবিতে চাঁদপুরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। ১০ নভেম্বর শুক্রবার সকাল ১০টায়
বাংলাদেশ খেলাফত যুব মজলিস চাঁদপুর জেলা শাখার উদ্যোগে শহরের বাইতুল আমিন চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন, বাংলাদেশ খেলাফত যুব মজলিস চাঁদপুর জেলা শাখার সভাপতি হাফেজ নিয়ামত হুসাইন। যুব মজলিসের অফিস সম্পাদক ক্বারি শাহাদাত হুসাইনের পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, যুব মজলিস চাঁদপুর জেলা শাখার সহ-সভাপতি হাফেজ মাও: তারেক হাসান, সংগঠন বিভাগের সম্পাদক মুফতি নুরে আলম, বাংলাদেশ খেলাফত মজলিস চাঁদপুর সদর উপজেলা সহ-সভাপতি মাও: আবু ইউসুফ হামিদি, চাঁদপুর শহর শাখার সহ- সাধারণ সম্পাদক হাফেজ ক্বারী রশিদ আহমাদ, যুব মজলিস আশিকাটি ইউনিয়নের সভাপতি হাফেজ শরিফুল ইসলাম।
এসময উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিসের সদর উপজেলা সেক্রেটারি হাফেজ আব্দুল কাদির, শহর শাখার সহ-সভাপতি মাওলানা আব্দুর রহমান, যুব মজলিসের বায়তুলমাল সম্পাদক হাফেজ মুজাম্মেল, মাও:, রহমতুল্লাহ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলের, সরকার অবৈধভাবে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব এবং বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মামুনুল হকসহ অসংখ্য আলেমকে কারাবন্দী করে রেখেছে। অভিলম্বে
কারাবন্দি সকল উলামায়ে কেরামের নিঃশর্ত মুক্তি দিতে হবে।
বক্তারা আরো বলেন, সরকার ক্ষমতায় টিকে থাকতে নানান ফন্দি আটছে। তারা পাতানো নির্বাচনের সকল চেষ্টা করে যাচ্ছে। নিরপেক্ষ সরকারের অধিনে জাতীয় নির্বাচন না দিলে আওয়ামী লীগ অনেক বড় ভুল করবে।