মতলব উত্তর উপজেলার ঐতিহ্যবাহী চরপাথালিয়া নূরুল হুদা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটিতে দ্বিতীয়বারের মত সভাপতি নির্বাচিত হলেন শিক্ষানুরাগী আব্দুল্লাহ মোহাম্মদ ইসা পাটোয়ারী। গত শনিবার (৪ নভেম্বর) চরপাথালিয়া নূরুল হুদা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে বিদ্যালয় পরিচালনা কমিটি নির্বাচনের প্রিজাইডিং অফিসার ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. সাইফুল ইসলামের উপস্থিতিতে সভাপতি পদের জন্যে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে নির্বাচিত সভাপতি আব্দুল্লাহ মোহাম্মদ ইসা পাটোয়ারী একমাত্র প্রার্থী থাকায় উপস্থিত ম্যানেজিং কমিটির নবনির্বাচিত অভিভাবক সদস্য ও শিক্ষক প্রতিনিধিদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে তিনি সভাপতি নির্বাচিত হন।
এ সময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল ইসলাম, দাতা সদস্য মো. মাসুদ মিয়া, অভিভাবক সদস্য জসিম উদ্দিন, কাউসার প্রধান, প্রবণ সরকার, দয়াল পাল, সংরক্ষিত মহিলা অভিভাবক প্রতিনিধি নমিতা রানী, সাধারণ শিক্ষক প্রতিনিধি স্বপ্না রানী দাস, আলাউদ্দিন প্রধান, চিত্তরঞ্জন সরকার।
নবনির্বাচিত সভাপতি আব্দুল্লাহ মোহাম্মদ ইসা পাটোয়ারী বলেন, ঐতিহ্যবাহী চরপাথালিয়া নূরুল হুদা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটিতে দ্বিতীয়বারের মত সভাপতি নির্বাচিত হওয়ায়, আমি নিজেকে গর্বিত মনে করছি। সাথে সাথে বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী এবং অভিভাবকবৃন্দদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সাথে তার ওপর যে দায়িত্ব অর্পণ করা হয়েছে তা যেন যথাযথভাবে পালন করতে পারেন সেজন্য সকলের কাছে সহযোগীতা ও আশির্বাদ প্রার্থনা করেছেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল ইসলাম জানান, বিদ্যালয় পরিচালনা কমিটিতে একজন সামাজিক ব্যক্তি আসায় আমরা খুব খুশি।
বিদ্যালয় সূত্রে জানায়ায়, আব্দুল্লাহ মোহাম্মদ ইসা পাটোয়ারী চরপাথালিয়া নূরুল হুদা উচ্চ বিদ্যালয়ের কমিটিতে সভাপতি ১ বার, এডহক কমিটিতে ১ বার সর্বমোট ২ বার নির্বাচিত হয়েছেন। সভাপতি নির্বাচিত হওয়ার পূর্বেই উনার অর্থায়নে বিদ্যালয়ে শিক্ষক ও ছাত্রছাত্রীদের জন্য সুপেয় পানির ব্যবস্থা, বিদ্যালয় ভবনে ক্ষুদ্র মেরামতের কাজ জরাজীর্ণ দরজা-জানালা ও টয়লেটের পুনঃসংস্কারের কাজ চলছে। বিদ্যালয় ভবনে রংয়ের কাজ’সহ প্রায় ১০-১৫ লাখ টাকার কাজ চলছে। আগামী ১ থেকে দেড়মাসের মধ্যে সকল কাজ শেষ হবে।