নানা কর্মসূচির মধ্য দিয়ে চাঁদপুরের মতলব উত্তরে যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার (১১ নভেম্বর) বিকেলে উপজেলা ও ছেংগারচর পৌর যুবলীগের উদ্যোগে আওয়ামী লীগের কার্যালয় কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী মো. শরীফের সভাপতিত্বে ও ছেংগারচর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন খানের পরিচালনায় বক্তব্য রাখেন, কলাকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ নেতা ছোবহান সরকার সুভা, আওয়ামী লীগের উপকমিটির সাবেক সদস্য আহসান উল্ল্যাহ হাসান, ছেংগারচর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান ঢালী, আওয়ামী লীগ নেতা অ্যাড. সেলিম মিয়া, উপজেলা যুবলীগের সহ-সভাপতি নিজাম উদ্দিন, সদস্য রেদয়ান খন্দকার, সাদুল্ল্যাপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম আকতার ঢালী, সুলতানাবাদ ইউনিয়ন যুবলীগের সভাপতি জিলানী, সাদুল্ল্যাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউসুফ মিয়া, জহিরাবাদ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মকবুল হোসেন, পৌর কৃষকলীগের সভাপতি মো. কাদির, সাদুল্ল্যাপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম খোকা, সাবেক মহানগর উত্তর ছাত্রলীগ নেতা রহমত উল্ল্যাহ সরকার লিখন, পৌর যুবলীগ নেতা বিল্লাল হোসেন, এখলাছপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি বাদশা মিয়া, বাদল ঢালী, ষাটনল ইউনিয়ন যুবলীগের সাধরাণ সম্পাদক সেলিম খান টিটু, ছেংগারচর কলেজ ছাত্রলীগের সভাপতি মনির হোসেন, পৌর যুবলীগের সদস্য নাজমুল খান প্রমুখ।
সভায় বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, শোষণমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামকে এগিয়ে নিতে দেশের যুব সমাজকে সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে যুবলীগ প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠা লগ্ন্ন থেকেই যুবলীগ সেই লক্ষ্যকে সামনে নিয়ে অগ্রসর হচ্ছে।
বক্তারা আরো বলেন, দেশের অগ্রযাত্রা ত্বরান্বিত করতে যুবলীগ দায়িত্ব নিতে হবে। আগামী নির্বাচনকে সামনে রেখে একটি মহল দেশে অস্থিতিশীলতা করতে ষড়যন্ত্র করার চেষ্টা করছে। যুবলীগের নেতাকর্মীদেরে এসব ষড়যন্ত্র প্রতিহত করে দেশকে এগিয়ে নিতে হবে।
পরে বর্ণাঢ্য র্যালি পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আওয়ামী লীগের কার্যালয়ে সামনে গিয়ে শেষ হয়। র্যালিতে আওয়ামী লীগ, যুবলীগ ও অংঙ্গ সংগঠনের নেতা কর্মীরা অংশ গ্রহণ করেন। প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে সার্বিক সহযোগিতায় ছিলেন কলাকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ নেতা ছোবহান সরকার সুভা।
উল্লেখ্য, ১৯৭২ সালে ১১ নভেম্বর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে যুব নেতা শেখ ফজলুল হক মনি এ যুবলীগ প্রতিষ্ঠা করেন। ফজলুল হক মনি ছিলেন যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।