চাঁদপুর সদর উপজেলার ৩-নং কল্যাণপুর ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন ভূমি অফিসের সার্বিক বিষয়ে পরিদর্শন করেন জেলা প্রশাসক কামরুল হাসান।
গত ১৩ নভেম্বর সোমবার সকাল ১১ টায় পরিদর্শনে আসলে প্রথমেই তাকে পরিষদের পক্ষ থেকে চেয়ারম্যান আলহাজ্ব শাখাওয়াত হোসেন রনি পাটওয়ারী এবং ভূমি অফিসের পক্ষ থেকে মিশু দেবনাথ ফুলেল শুভেচ্ছা জানান।
এসময় ইউনিয়নের সকল পুরুষ মেম্বার ও মহিলা মেম্বারগন উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক এ পরিদর্শনে যাওয়ায় চেয়ারম্যান আলহাজ্ব শাখাওয়াত হোসেন রনি পাটওয়ারী ও ভূমি কর্মকর্তা মিশু দেবনাথ সন্তোষ প্রকাশ করেছেন। এ সময় জেলা প্রশাসকের সাথে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শওকত জামিন সৈকত, সহকারী কমিশনার ভূমি মোঃ হেদায়েত উল্লা, রেভিনিউ ডেপুডি কালেক্টর শেখ এহসান উদ্দিন, উপজেলা মেডিকেল অফিসার ডাঃ বেলায়েত হোসেন।
আরো উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শাখাওয়াত হোসেন রনি পাটোয়ারী, চাঁদপুর জেলা সাংবাদিক সংস্থার সভাপতি, ইউনিয়ন কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক ও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম.এম কামাল, সচিব মিজানুর রহমান, যুবলীগের যুগ্ম আহ্বায়ক এস এম সুমন, আওয়ামী লীগ নেতা জলিল সরকার, ইমরান সরকার, ইলিয়াস গাজী, লিটন সরকার,
মোঃ সাদ্দাম পাটওয়ারী, ২ নং ওয়ার্ড মেম্বার মোঃ ইমাম ফরাজি , ৩ নং ওয়ার্ড মেম্বার মোঃ ছেলামত খান, ৫ নং ওয়ার্ড মেম্বার মোঃ সেলিম বকাউল, ৬ নং ওয়ার্ড মেম্বার মোঃ মিজানুর রহমান তালুকদার, ৭ নং ওয়ার্ড মেম্বার মোঃ আঃ মমিন বেপারি, ৯ নং ওয়ার্ড মেম্বার মোঃ বাকিউল্লা তালুকদার।
ভূমি অফিস পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, ইউপি ভূমি কর্মকর্তা মিশু দেবনাথ, অফিসহায়ক মোঃ শরিফ সর্দার ।