চাঁদপুর পৌরসভা ও চাঁদপুর শহর সমাজসেবা কার্যালয় এর আয়োজনে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ হতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৮ ব্যক্তিকে পূর্ণবাসনের লক্ষ্যে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
গতকাল ১২নভেম্বর (রবিবার) চাঁদপুর পৌরসভার সম্মেলন কক্ষে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক এবং চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডভোকেট জিল্লুর রহমান জুয়েল।
এসময় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৮ ব্যক্তিকে পূর্ণবাসনের লক্ষ্যে প্রতিজনকে ৫হাজার টাকা করে ৪০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করেন চাঁদপুর জেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক এবং চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডভোকেট জিল্লুর রহমান জুয়েলসহ অন্যান্যরা।
এসময় চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র ফরিদা ইলিয়াস, ৬নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ সোহেল রানা, শহর সমাজসেবা কর্মকর্তা মুহাম্মদ মাহমুদুল হাসান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সুবিধা ভোগীরা হলেন-১) মোঃ হাফেজ ২) মোঃ সায়েদুর রহমান পাটওয়ারী ৩) খাদিজা আক্তার ৪) সালমা বেগম ৫) মোহাম্মদ সুজন ৬) রোজিনা আক্তার ৭) মিনারা বেগম ৮) পরেশরী ঋষি।