সদ্য প্রকাশিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্র্ষের (শিক্ষাবর্ষ ২০১৭-২০১৮) ফলাফলে চাঁদপুর সরকারি কলেজের গণিত বিভাগের শিক্ষার্থী মেহনাজ মীম কৃতিত্বপূর্ণ সাফল্য লাভ করেছে। সে অনার্স চতুর্থ বর্র্ষে সিজিপি ৪.০০ এর মধ্যে ৪.০০ পেয়েছে। চার বছর শেষে তার মোট সিজিপি ৩.৮৪।
কলেজ-অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ এই অসাধারণ কৃতিত্বের জন্য তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, ‘গণিত বিভাগের শিক্ষার্থী মেহনাজ মীমের কৃতিত্বপূর্ণ সাফল্যে আমরা গর্বিত ও আনন্দিত। ভবিষ্যতেও তার এই সাফল্যের ধারা অব্যাহত থাকুক। তার এই সাফল্য দেখে যাতে কলেজের অন্যান্য শিক্ষার্থী উদ্বুদ্ধ হয় সকলের প্রতি এই আহ্বান তিনি জানান’।