আগামী তিন বছরের জন্য প্রজাতন্ত্রের কর্মচারীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. আকতার হোসেন ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মুহাম্মদ খলিলুর রহমান। এছাড়াও যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মো. নাসির উদ্দিন চৌধুরী। রাজধানী রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ফেডারেশনের ত্রি-বার্ষিক কাউন্সিলে এই কমিটি ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. শাজাহান খান। এছাড়া সংগঠনের কার্যকরী সভাপতি হিসেবে মো. মহসিন ভূঁইয়া, সালাউদ্দিন আহমেদ ও আনোয়ার হোসেন চৌধুরীর নাম ঘোষণা করা হয়।
নতুন কমিটিতে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মো. নজির আহম্মদ ভূইয়া, মো. জহুরুল হক, মো. আশিকুর রহমান, মো. সাহেব আলী, মো. শফিউল বাশার, মো. সেলিম রেজা, মোছা. তহুরা খানম, মো. আব্দুল হাই। বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের নতুন কমিটিতে অতিরিক্ত সাধারণ সম্পাদক পদে মো. আজিম উদ্দিন, মো. বি এম রবিউল ইসলাম ও আশরাফ সরওয়ার খান নির্বাচিত হয়েছেন। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মো. নাসির উদ্দিন চৌধুরী, মো. তানজিল হোসেন ও মাহমুদা আক্তার রেখা। ঢাকা মহানগরের সভাপতি হিসেবে মো. বাহার উদ্দিন ও সাধারণ সম্পাদক হিসেবে আবুল বাসার শরীফের নাম ঘোষণা করা হয়। কাউন্সিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন।
সম্মানিত অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের প্রধান উপদেষ্টা মো. লুৎফর রহমান খান, বাংলাদেশ সরকারি গাড়ি চালক সমিতির সভাপতি আব্দুর রহিম হাওলাদার রানা, বাংলাদেশ ১১-২০ গ্রেড সরকারি কর্মচারী সমিতি (মগবাজার ৪৪৮/এ) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাজী মো. আবু সায়েম প্রমুখ। অনুষ্ঠানে বিদায়ী কমিটির সভাপতি মো. হেদায়েতুল হোসেনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নবনির্বাচিত নেতৃবৃন্দ। বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ, ঢাকা মহানগর নির্বাহী পরিষদ, জেলা নির্বাহী পরিষদের নেতৃবৃন্দ, কাউন্সিলর ও ডেলিগেটসহ বিভিন্ন দপ্তর প্রতিষ্ঠানের দুই হাজারের বেশি প্রতিনিধি এ কাউন্সিলে অংশগ্রহণ করেন।