ফরিদগঞ্জ বালিকা দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকালে ফরিদগঞ্জ প্রেসক্লাব’র সাবেক সভাপতি ও
বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সভাপতি কামরুজ্জামানের সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমানের সঞ্চালনায় বিদায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সহকারী শিক্ষা অফিসার ওয়ালী উল্যাহ, ফরিদগঞ্জ পৌরসভার ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর ও বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সহ-সভাপতি মোহাম্মদ হোসেন, ইউ.আর.সি’র ডাটা অপারেশন ফরিদ আহমেদ, ম্যানেজিং কমিটির সদস্য মুজাম্মেল হক।
আলোচনা সভা শেষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া পরিচালনা করেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ। মিলাদ ও দোয়া অনুষ্ঠান শেষে পঞ্চম শ্রেণীর বিদায়ী পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়৷
মিলাদ ও দোয়া অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, সন্তোষপুর পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিজানুর রহমান, সংবাদিক গাজী মমিন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: মোশারেফ হোসেন মীরসহ অন্যান্যরা।