বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, সিলেট ১০ নং কূপ থেকে আমরা প্রতিদিন ১৮ এমএমসিএফ গ্যাস পেতে যাচ্ছি। আগামী ৭ মাসের মধ্যেই তা পাব, যেহেতু এটা হাইপ্রেসার লাইন। গত ৮ মাসে আমরা প্রায় ১০০ এমএমসিএফ গ্যাস আবিষ্কার করেছি। ২০২৪-২৫ সালের মধ্যে প্রায় ৬০০ এমএমসিএফ গ্যাস আমরা সিস্টেমে যোগ করতে পারব।
রোববার (২৬ নভেম্বর) সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ভোলা, বিয়ানীবাজার, সিলেট ১০ সহ আবিষ্কৃত গ্যাসকূপগুলো আমাদের জন্য সুখবর বয়ে এনেছে। ২ বছরের মধ্যে আমরা মোট ৪৬টা কূপ খনন করতে যাচ্ছি৷খনন শেষে গ্রিডে ৬০০ এমএমসিএফ গ্যাস যুক্ত হবে। অর্থনৈতিকভাবে যা খুবই গুরুত্বপূর্ণ।
প্রতিমন্ত্রী বলেন, কৈলাশটিলার কূপ থেকে আমরা ৭০ এমএমসিএফ গ্যাস পেতে যাচ্ছি। যার মূল্য প্রায় ৩ হাজার ৬০০ কোটি টাকা। এই গ্যাস আমরা পাইপলাইনের মাধ্যমে খুলনা নিয়ে যাব। যার জন্য প্রায় আড়াই বছর সময় লাগবে। আমরা পরিকল্পনা নিয়েই এগিয়ে যাচ্ছি।