চাঁদপুর সদর উপজেলাধীন বিভিন্ন ইউনিয়নে চরাঞ্চলে চাষাবাদের জন্য কৃষকদের মাঝে দেওয়া ট্রাক্টর ও পাওয়ার টিলার হাল চাষের কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে, বৃহস্পতিবার সকাল ১০টায় ইব্রাহীমপুর ইউনিয়নের ইব্রাহীমপুর চরে হাল চাষের কার্যক্রমের প্রধান অতিথি হিসেবে এর কার্যক্রমের উদ্বোধন করেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম নাজিম দেওয়ান।
এ সময় উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) কর্মকর্তা মোঃ হারুনুর রশিদ হীরা,
কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইফতেখার নাঈম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম, ইব্রাহীমপুর ইউপি চেয়ারম্যান কাশিম খানসহ কৃষি সমিতির নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্য বলেন, সরকার কৃষকদের সুবিধার জন্য চরাঞ্চলের এ ট্রাক্টর ওপাওয়ার টিলার দিয়েছে। একটি জমিও যাতে অনাবাদি না থাকে, তার জন্য সরকারের ঘোষনাকে বাস্তবায়নের জন্য এ চরাঞ্চলের কৃষকদের মাধ্যমে তা দেওয়া হয়েছে। এটার সুবিধা সকল কৃষক নেব, ট্রাক্টর ও পাওয়ার টিলার যাতে যতেœ থাকে তার জন্য একটি সমিতির মাধ্যমে তা দেওয়া হয়েছে। এটা কারো ব্যাক্তি সুবিধার জন্য নয়। বর্তমান সরকার কৃষক বান্ধব সরকার, এ সরকার বিনামূল্যে কৃষকদের সার, বীজসহ বিভিন্ন কৃষি উপকর দিয়ে আসছে। কৃষক বাঁচলে দেশ বাঁচবে, তার জন্য সরকার কৃষকদের বিভিন্ন সুবিধা দিচ্ছে। দিন দিন জমি কমে যাচ্ছে, তাই অধিক ফষল ফলানোই হচ্ছে সরকারের লক্ষ্য।