তরমুজ চাষ করে অল্প সময়ে বেশি লাভ পাওয়া যায়। তাই তরমুজ চাষে অনেক কৃষক ঝুঁকছেন। এখন তরমুজের মাঠে ব্যস্ত সময় কাটাচ্ছেন খুলনা অঞ্চলের কৃষকেরা। বটিয়াঘাটা ও দাকোপ উপজেলার চাষের জমির বড় অংশে এখন চাষ হচ্ছে তরমুজ। এপ্রিলের শেষে এসব অঞ্চলের তরমুজের স্বাদ পাবে পুরো দেশের মানুষ। তরমুজের মাঠে কৃষকদের চালচিত্র নিয়ে ছবির গল্প।তরমুজের বীজ বপন থেকে ফসল সংগ্রহ পর্যন্ত সময় লাগে সর্বোচ্চ আড়াই মাস। ছোট্ট চারা থেকে লতা ছড়াতে শুরু করেছে তরমুজগাছের। পরিচর্যায় ব্যস্ত কৃষকলতা ছড়ানো তরমুজগাছের চারপাশে গর্ত করে মাটি সরানো হচ্ছে সার দেওয়ার জন্য। এ প্রক্রিয়াকে চাপান দেওয়া বলেইউরিয়া, ড্যাব, জিপসামসহ সাত থেকে আট রকম সার মেশানো হচ্ছেতরমুজ গাছের চারপাশের করা গর্তে সার ছড়িয়ে দিয়ে গর্ত বন্ধ করে দেওয়া হচ্ছে
তরমুজ চাষ করে অল্প সময়ে বেশি লাভ পাওয়া যায়। তাই তরমুজ চাষে অনেক কৃষক ঝুঁকছেন। এখন তরমুজের মাঠে ব্যস্ত সময় কাটাচ্ছেন খুলনা অঞ্চলের কৃষকেরা। বটিয়াঘাটা ও দাকোপ উপজেলার চাষের জমির বড় অংশে এখন চাষ হচ্ছে তরমুজ। এপ্রিলের শেষে এসব অঞ্চলের তরমুজের স্বাদ পাবে পুরো দেশের মানুষ। তরমুজের মাঠে কৃষকদের চালচিত্র নিয়ে ছবির গল্প।তরমুজের বীজ বপন থেকে ফসল সংগ্রহ পর্যন্ত সময় লাগে সর্বোচ্চ আড়াই মাস। ছোট্ট চারা থেকে লতা ছড়াতে শুরু করেছে তরমুজগাছের। পরিচর্যায় ব্যস্ত কৃষকলতা ছড়ানো তরমুজগাছের চারপাশে গর্ত করে মাটি সরানো হচ্ছে সার দেওয়ার জন্য। এ প্রক্রিয়াকে চাপান দেওয়া বলেইউরিয়া, ড্যাব, জিপসামসহ সাত থেকে আট রকম সার মেশানো হচ্ছেতরমুজ গাছের চারপাশের করা গর্তে সার ছড়িয়ে দিয়ে গর্ত বন্ধ করে দেওয়া হচ্ছে