আবহাওয়া অধিদপ্তর (বিএমডি) শুক্রবার (১৯ এপ্রিল) থেকে দেশব্যাপী ৭২ ঘন্টার তাপ সতর্কতা জারি করে বলেছেন , এ সময় দেশের বেশিরভাগ অঞ্চলে চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।
আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত বিএমডির সতর্কবার্তায় বলা হয়েছে,‘এই সময়ের মধ্যে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বাড়তে পারে।
এদিকে, অধিক তাপপ্রবাহের কারণে সারাদেশেই জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। বিশেষ করে শিশু ও বয়স্ক লোকদের নিয় বিপাকে পড়েছেন পরিবারের লোকজন। গরমে অসুস্থ হয়ে অনেক শিশু ভর্তি হচ্ছে জেলা সদর হাসপাতালগুলোতে। শ্রমজীবী মানুষগুলোও শান্তিতে নেই।