কুমিল্লায় রোটারী ক্লাব অব কুমিল্লা ভিক্টোরিয়ার ১২ তম চার্টার ডে ও ৪০০ তম নিয়মিত সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার রাতে নগরীর একটি পার্টি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় এক পা হারানো ব্যাক্তিকে কৃত্তিম পা প্রদান, সুবিধা বঞ্চিত মানুষের মাঝে সেলাই মেশিন বিতরন ও নগদ অর্থ প্রদান করা হয়।
রোটারী ক্লাব অব কুমিল্লা ভিক্টোরিয়ার সভাপতি রোটারিয়ান মোঃ রেহান উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে সাবেক জেলা গভর্নর রোটারিয়ান দিলনাশি মহসিন, রোটারিয়ান প্রফেসার জামাল নাসের, রোটারিয়ান লুৎফুর বারী হিরু, রোটারিয়ান আবু আজমল পাঠান, রোটারিয়ান আবদুর রহমান, রোটারী ক্লাব অব কুমিল্লা ভিক্টোরিয়ার সাবেক সভাপতি রোটা: অধ্যাপক ফারক আহমেদ, সাবেক সভাপতি রোটারিয়ান আবদুল মতিন, সাবেক সভাপতি রোটারিয়ান শাহ জাবেদুল হক সাগর, রোটারিয়ান আব্দুল্লাহিল বাকী, রোটারিয়ান সুলতানুল আরেফিন টারজান, রোটারিয়ান কাজী জাকির হোসাইন, রোটারিয়ান মাহফুজুর রহমান বাবুল, আই পি পি আতাউল মাসুদ রাজিব, সাধারন সম্পাদক রোটারিয়ান সেলিম রেজা, প্রেসিডেন্ট (ইলেক্ট) রোটারিয়ান মফিজুল ইসলাম পাটোয়ারী, সাধারন সম্পাদক (ইলেক্ট) রোটারিয়ান স্বাধীন আজাদ, রোটারিয়ান ফজলুল হক জয়, রোটারিয়ান ডাঃ সোহাগ চক্রবর্তী, রোটারিয়ান হুমায়ুন কবির, রোটারিয়ান শাহ আলম, রোটারিয়ান রোজা খান, রোটারিয়ান শ্যামল মিত্র ধর, রোটারিয়ান শিমুল দত্ত, রোটারিয়ান মোহাম্মদ সাইফ উদ্দিন রনী, রোটারিয়ান ডা. এনামুল হক, রোটারিয়ান রকিসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিভিন্ন ক্লাব থেকে আগত অতিথি ও রোটারিয়ানদেরকে পরিবেশ বান্ধব গাছ ও উপহার সামগ্রী প্রদান করা হয়।