গত ০৩ মার্চ হতে ০৪ মার্চ ২০১০ ইং তারিখের মধ্যবর্তী সময়ে কুমিল্লা জেলার দেবিদ্বার থানাধীন ভিংলাবাড়ীতে বিধবা মহিলা আনোয়ারা বেগম খুন হয়। এজাহার সূত্রে জানা যায়, গত ০৩ মার্চ ২০১০ ইং তারিখ রাতে ভিকটিম নিজ শয়নকক্ষে ঘুমাতে যায় এবং পরবর্তী দিন ০৪ মার্চ ২০১০ ইং তারিখ সকালে খাটের উপরে ভিকটিমের মৃতদেহ পাওয়া যায়। এসময়ে ভিকটিমের মুখে, গালে, গলায় জখমের চিহ্ন পাওয়া যায়। এরই প্রেক্ষিতে ঐ দিনই ভিকটিমের মেয়ে বাদী হয়ে কুমিল্লা জেলার দেবিদ্বার থানায় একটি হত্যা মামলা দায়ের করে। পরবর্তীতে উক্ত হত্যাকান্ডের বিচারকার্য শুরু হলে ঘটনার সাথে জড়িত আসামী আল আমিন দীর্ঘদিন যাবত পলাতক অবস্থায় থাকে এবং তার অনুপস্থিতিতেই বিচারকার্য শেষে বিজ্ঞ আদালত তার নামে মৃত্যুদন্ডের সাজা পরোয়ানা জারি করেন। এরই ভিত্তিতে গত ১২ জুন ২০২৪ ইং তারিখ রাতে র্যাব-১১, সিপিসি-২ একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে নারায়নগঞ্জ জেলার রুপগঞ্জ থানাধীন পবনকল এলাকায় অভিযান পরিচালনা করে আসামী আল আমিন (৩৪), পিতা-সাজু মিয়া, সাং-ডিংলা বাড়ী, থানা-দেবিদ্বার, জেলা-কুমিল্লা’কে গ্রেফতার করে।
প্রাথমিক অনুসন্ধানে, গ্রেফতারকৃত আসামী আল আমিন (৩৪) উক্ত হত্যাকান্ডের সাথে তার নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করে। এছাড়াও হত্যাকান্ডের পর হতে বিজ্ঞ আদালত কর্তৃক বিচারকার্য শেষ হওয়া পর্যন্ত বিভিন্ন সময় নিজের গ্রেফতার এড়াতে সে বিভিন্ন জায়গায় আত্নগোপনে থাকে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সাজা কার্যকরের জন্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।