আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা, বঙ্গবন্ধুর মূরালে পুষ্পস্তবক অর্পনসহ নানা আয়োজনে দলের প্লাটিনাম জয়ন্তী পালন করছে দেবীদ্বার উপজেলা অওয়ামীলীগ। রোববার দেবীদ্বার উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আবুল কালাম আজাদ। উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি লুৎফুর রহমান বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মামুনুর রশিদ, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল কাইয়ুম, শাহিনুর লিপি, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সহসভাপতি শেখ আবদুল আউয়াল, যুব ও ক্রীড়া সম্পাদক একেএম সফিকুল আলম কামাল, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি মোসলেহ উদ্দিন মাস্টারসহ আরো অনেকে।