ঢাকাই সিনেমার ক্ষেত্রে প্রচলিত আছে, ‘গান হিট, মানেই সিনেমা হিট’। এর প্রমাণ আবারও মিলেছে এবারের ঈদে মুক্তি পাওয়া আরও একটি সিনেমার গান দিয়ে। সিনেমাটির নাম এরই মধ্যে প্রায় সবাই জেনে গেছে। এটি হচ্ছে বর্তমান সময়ে ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের সিনেমা ‘প্রিয়তমা’।
শাকিবের ‘প্রিয়তমা’ সিনেমার ‘ও প্রিয়তমা’ গানটি এবার সুপার-ডুপার হিট হয়েছে। এরই মধ্যে তুমুল জনপ্রিয়তা লাভ করেছে গানটি। সংগীতপ্রেমীরা গানটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মাতোয়ারা। গানটি প্রকাশের দিন থেকে এটি দিয়ে কেউ রিল বানাচ্ছেন, কেউ টিকটক আবার কেউবা গানের সঙ্গে ঠোঁট মিলিয়ে মিউজিক ভিডিও বানাচ্ছেন।
https://www.facebook.com/ApuBiswasLive/posts/855177882645374?ref=embed_post
আব্রাহাম খান জয়ও মেতেছেন তার বাবা শাকিবের সিনেমায় ঠোঁট মেলানো ‘ও প্রিয়তমা’ গানটি নিয়ে। জয় গানটি দিয়ে টিকটক তৈরি করেছে জয়। এটি আব্রাহামের মা চিত্রনায়িকা অপু বিশ্বাস তার ফেসবুকে পোস্টও করেছেন।
জয়ের ‘ও প্রিয়তমা’ গানটির টিকটক দেখে সবাই ভূয়সী প্রশংসা করছে। ভক্তরা জয়কে প্রশংসায় ভাসাচ্ছেন।