‘স্মার্ট বাংলাদেশ স্মার্ট ব্যাংকিং’ ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, মাস ব্যাপী(০৯ জুলাই-৮ আগষ্ট ২০২৩ইং) এর অত্যাধুনিক ডিজিটাল প্রোডাক্টস গুলো সামনে রেখে সারাদেশে এক বিশেষ ক্যাম্পেইন পরিচালনা করছে। যার মূল প্রতিপাদ্য ‘আগামী এখনই’। ইসলামী ব্যাংক চাঁদপুর শাখার আজকের(০৩/০৮/২০২৩) ক্যাম্পেইন পয়েন্ট,’আল-আমিন মডেল মাদরাসা, চাঁদপুর’।
ইসলামী ব্যাংকের স্মার্ট ডিজিটাল সেবা ও পণ্য গুলো হলো- ‘সেলফিন,এমক্যাশ,আই-ব্যাংকিং,খিদমাহ্ ক্রেডিট কার্ড,কিউআর মার্চেন্ট, ডুয়েল কারেন্সি ডেবিটকার্ড,ডুয়েল কারেন্সি প্রিপেইড কার্ড,এটিএম/সিআরএম,পিওএস টার্মিনাল(পওস মেশিন),কেশ বাই কোড,এসএমএস সার্ভিস,কন্ট্যাক্ট সেন্টার,সর্বশেষ সংযোজন বাংলা কিউআর’।
মাদরাসার ৬ষ্ঠ থেকে দশম(দাখিল)শ্রেণীর প্রায় দু শত সফেদ পোশাকে সু সজ্জিত ফুটন্ত গোলাপের মতো ছাত্র ও মেধাবীমুখ গুলোর প্রধান অভিভাবক, মাদরাসার অধ্যক্ষ জনাব মাও.আ.ন.ম ফখরুল ইসলাম মাসুম, তার সহজ-সরল,সুদক্ষ সহকর্মীদের সু ব্যবস্থাপনায় ইসলামী ব্যাংক, চাঁদপুর শাখার পক্ষে ভাইস প্রেসিডেন্ট ও শাখাপ্রধান আমি নিজে, শাখার প্রিন্সিপাল অফিসার জনাব মোশাররফ হোসেন,সিনিয়র অফিসার ও শাখা অল্টারনেটিভ ডেলিভারি ডেস্ক প্রধান জনাব মোঃ জহিরুল ইসলাম, বাংলাদেশের বেসরকারি খাতের সর্ববৃহৎ ব্যাংক, পৃথিবীর সেরা এক হাজার ব্যাংকের সর্বপ্রথম ও একমাত্র বাংলাদেশের গর্বিত প্রতিনিধি, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র নিজস্ব উদ্ভাবিত ডিজিটাল প্রোডাক্টস গুলোর সহজ,নিরাপদ,বিষ্ময়কর,আকর্ষনীয়,চমৎকার ও ফ্রেন্ডলি ব্যবহার নিয়ে বাস্তবভিত্তিক ও আকর্ষণীয় আলোচনা-পর্যালোচনা অনুষ্ঠিত হয়। বিশেষ করে প্রতিষ্ঠানের কিশোর ছাত্ররা মন্ত্রমুগ্ধেরমতো নাতিদীর্ঘ অনুষ্ঠানটি উপভোগ করে। প্রতিষ্ঠান প্রধান মাও. ফখরুল ইসলাম মাসুম ও তার সহকর্মীগন অত্র মাদরাসার সেলারি সিষ্টেমটি ইসলামী ব্যাংকের কর্পোরেট সেলারি সিষ্টেমের আওতায় নিয়ে নিয়ে আসতে একমত হন।
সেলফিন ইসলামী ব্যাংকের একটি ওভার স্মার্ট ডিজিটাল প্রোডাক্ট। মেধাবী ও চৌকস এ কিশোর ছাত্র সমাজের সামনে প্রেক্টিক্যালি সেলফিনের মাধ্যমে ঘড়ি ধরে পঞ্চাশ সেকেন্ডের স্বল্প পরিসীমাতে একটি তাৎক্ষণিক লেনদেন সংঘটিত করে প্রদর্শন করা হয়। নতুন প্রজন্ম,কিশোর-কিশোরী, ছাত্র-ছাত্রীরা ইসলামী ব্যাংকের স্টুডেন্ট একাউন্ট খোলে ডিজিটাল প্রোডাক্টস গুলো ব্যবহার ও প্রেকটিস করে নিজেদের সঞ্চয়ে অভ্যাস্থ করে,লেখা পড়ার সাথে সাথে ফ্রিল্যান্সিংসহ বিভিন্ন বৈধ ও স্বীকৃত পন্থায় নিজস্ব আয়ের ব্যবস্থা করে সাহসী ও আত্মবিশ্বাসী করে উন্নত ক্যারিয়ারের সূচনা ঘটাতে পারে।
এর মাধ্যমে একটি ডিজিটাল বাংলাদেশ গড়ে উঠবে এবং পৃথিবীর বুকে গৌরবের লাল-সবুজের পতাকাটি পতপত করে উড়ে মুক্ত বাতাসে দোল খাবে। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি (যা এর আগে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড নামে পরিচিতি ছিল) গত চল্লিশ বছরেরও অধিক সময় থেকে দেশ ও জাতি গঠনে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। ‘আগামী এখনই’ -স্মার্ট বাংলাদেশ-স্মার্ট ব্যাংকিং এর মতো ক্যাম্পেইনের মাধ্যমে ইসলামী ব্যাংক বাংলাদেশের নতুন প্রজন্মকে দেশ গঠনে এগিয়ে আনতে চায়।
(লেখক-ব্যাংকার)