চাঁদপুরের কৃতি সন্তান, চাঁদপুর জেলা দলিল লিখক সমিতির সভাপতি আলহাজ্ব লায়ন খোরশেদ আলম বাবুল ৩য় বারের মতো বাংলাদেশ দলিল লিখক সমিতি কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি নির্বাচিত হয়েছেন।
১ অক্টোবর ঘোষিত বাংলাদেশ দলিল লিখক সমিতি কেন্দ্রীয় কমিটির পুনাঙ কমিটিতে তাঁকে পুনরায় একই পদে নির্বাচিত ঘোষণা করা হয়।
জনাব লায়ন আলহাজ্ব খোরশেদ আলম বাবুল লায়ন্স ক্লাব অব চাঁদপুর রুপালীর প্রেসিডেন্ট, ও বাংলাদেশ দলিল লিখক সমিতি চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতির দায়িত্ব পালন করে আসছেন।
এছাড়াও লায়ন আলহাজ্ব খোরশেদ আলম বাবুল চাঁদপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক, মানবিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে জড়িত রয়েছেন।
তিনি চাঁদপুর সদর উপজেলা দলিল লিখক সমিতির উপদেষ্টা ও এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন।