বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের উদ্যোগে ৬ষ্ঠ ব্যাচের ৩দিন ব্যাপী ৭থেকে ৯ই নভেম্বর সাংবাদিকতায় ফ্রি বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের সমাপনী ৯নভেম্বর রাত ১১টায় অনলাইনের মাধ্যমে সম্পন্ন হয়। সংগঠনের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও কেন্দ্রীয় কমিটির সভাপতি আহমেদ আবু জাফর কোর্সের সমাপনী করেন।
প্রশিক্ষণ কোর্সে রিসোর্স পারসন ছিলেন ফিনল্যান্ডের গণমাধ্যম বিশেষজ্ঞ ড. মজিবুর রহমান দফতরি, ঢাকা পোস্টের বার্তা সম্পাদক মাহবুর আলম সোহাগ।
দ্বিতীয় ও সমাপনী কোর্সে অংশ নেন স্টামফোর্ট ইউনিভার্সিটির বিজ্ঞান ও পরিবেশ বিভাগের প্রধান ড. আহমেদ কামরুজ্জামান মজুমদার, মোহনা টেলিভিশনের নিউজরুম এডিটর জেসমিন জাহান, বাংলা পোর্টালের সাব এডিটর লাইলী ইয়াসমিন, বাংলাদেশ বেতার খুলনার উপস্থাপক ইফফাত সানিয়া ন্যান্সি।
বিএমএসএফ’র আইটি প্রধান ড. তাওহীদ হাসান কোর্সটি পরিচালনা করবেন। প্রতিদিন বিকাল ৫টায় নতুন লিঙ্ক প্রশিক্ষণার্থীদের নিকট পৌঁছে দেওযা হয়। অপেক্ষাকৃত নবীন-সুবিধাবঞ্চিত সাংবাদিকরা কোর্সটিতে অংশ নেন। সারাদেশ থেকে প্রায় ৫০জনেরও অধিক সাংবাদিক এতে অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণে গণমাধ্যমকর্মীদের নানা বিষয় নিয়ে অবগত করা হয়। বায়ু দূষন, পানি দূষণ, ফিটনেস বিহিন গাড়ী, ইট ভাটা, নদীদখল বিষয়ে ধারণা দেওয়া হয়।
এছাড়াও সাংবাদিকতার প্রাথমিক সকল ধারনা প্রদান করা হয়, এসময় আরো বলা হয়, কোন সাংবাদিক যেন অন্য সাংবাদিক বিরুদ্ধে না যাই। একইসাথে ঐক্যবদ্ধ থাকার জন্য বলেন ।
এসময় সাংবাদিক নেতারা বলেন, পিবিআই এর কাজকে গতিশীল করার আহবান জানান। বিএমএসএফ এর ১৪দফা দাবির আন্দোলন বাস্তবায়নে স্ব-স্ব অবস্থানে সক্রিয়ভাবে কাজ করতে বলেন। বর্তমানে সরাদেশে সাংবাদিকদের উপর হামলা সহ নানান সমস্যায় স্বাভাবিক কাজের ব্যাঘাত ঘটছে। তাই সবাইকে সাংবাদিকদের অধিকার আদায়ে সোচ্চার ও সচেতন থাকতে বলা হয়।
এবং প্রশিক্ষনে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে সমাজ বির্নিমানের অংশীদার হওয়ার আহ্বান জানান।