দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৫, শাহরাস্তি- হাজিগঞ্জ আসনে আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তমের নৌকা প্রতীককে বিজয় করার লক্ষ্যে
শাহরাস্তির মেহের উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ পাটোয়ারীর নেতৃত্বে ও সাধারণ সম্পাদক ডাঃ মাহবুব আলমের সঞ্চালনায় ইউনিয়ন ব্যাপী নৌকা প্রতীকের বিশাল এক মিছিল বের হয়েছে।
২ জানুয়ারি মঙ্গলবার বিকেলে মিছিলটি কাকৈরতলা বাজার থেকে বের হয়ে নাইনাগর, দেবীপুর, কালিয়াপাড়া, বানিয়াচোঁ বাজার হয়ে কাকৈরতলা বাজারে এসে পথসভায় মিলিত হয়।
সময়ে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সহ-সভাপতি বাবুল বাহার, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ মনির হোসেন, ইউপি সদস্য মোঃ তাজুল ইসলাম, মোঃ জহিরুল ইসলাম, মোঃ খোকন মিয়া, আওয়ামী লীগ নেতা খোরশেদ আলম,মহিউদ্দিন,আব্দুল মালেক, আব্দুল বারেক, মিলন,আমিন হোসেন প্রমুখ।
পথসভায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুর রশিদ পাটোয়ারী বলেন আগামী ৭ জানুয়ারি নৌকা প্রতীককে বিজয় করতে আপনারা সকলেই স্ব,স্ব বাড়ির দায়িত্ব নিয়ে প্রত্যেক ভোটারদেরকে ভোটা কেন্দ্রে এনে নৌকা প্রতীকের ভোট নিশ্চিত করবেন। এবং বিপুল ভোটে আমাদের এই কেন্দ্রে নৌকা প্রতীককে বিজয় করব ইনশাআল্লাহ।