চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডে দুটি বসতঘর পুড়ে গেছে। এতে অন্তত তিন লাখ টাকার ক্ষতি হয়েছে।
শনিবার (২৩ মার্চ) রাত পৌনে ১০টার দিকে রাঙ্গুনিয়া থানার পারুয়া ইউনিয়নের সাহাব্দীনগর এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, পুষ্পিতা দেবী নামের এক নারীর সেমিপাকা ও কাঁচা বসতঘরে আগুন লাগে। খবর পেয়ে রাঙ্গুনিয়া ফায়ার স্টেশনের দুটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস প্রায় ২০ লাখ টাকার মালামাল উদ্ধার করেছে।
রাঙ্গুনিয়া ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. কামরুজ্জামান সুমন বলেন, আগুনের সূত্রপাতের বিষয়ে এখনো কিছু জানা যায়নি। তদন্ত সাপেক্ষে কারণ উদঘাটন করা হবে।