নোয়াখালী হাতিয়ার পূর্ব পাশে বঙ্গোপসাগরে মেঘনা নদীর মোহনায় হাতিয়ার ইসলাম চরের কাছে ‘এমভি মৌ-মনি’ নামে পণ্যবাহী জাহাজ ডুবে গেছে। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম থেকে পণ্য নিয়ে ঢাকায় যাওয়ার পথে দুর্ঘটনায় পড়ে জাহাজটি।
হাতিয়ার কোস্টগার্ড নৌ পুলিশ সূত্র জানায়, বৈরী আবহাওয়ার কারণে জাহাজটি দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনার সময় জাহাজটির নাবিক সাইফুল ইসলাম জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দিয়ে সহযোগিতা চান। পরে ৯৯৯-থেকে হাতিয়া নৌ পুলিশ ও কোস্টগার্ডকে সহযোগিতার জন্য বলা হয়। বেলা ২টার দিকে হাতিয়া কোস্টগার্ড ও নলচিরা নৌ পুলিশের দুটি টিম উদ্ধার করার জন্য হাতিয়ার নলচিরা ঘাট থেকে রওনা হয়। তারা বিকেলে ঘটনাস্থলে গিয়ে পৌঁছায়।
হাতিয়ার নলচিরা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মেহেদী জামান প্রথম আলোকে জানান, দুর্ঘটনায় ডুবে যাওয়া জাহাজটির ১২ জন নাবিকের মধ্যে ১১ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বাকি একজন নিখোঁজ রয়েছেন। তবে নিখোঁজ ব্যক্তির নাম জানাতে পারেননি তিনি।
কোস্টগার্ডের হাতিয়া স্টেশনের কমান্ডার সেলিম ফয়সল প্রথম আলোকে বলেন, বিকেলে তাঁরা ডুবে যাওয়া জাহাজের স্থলে যান। উদ্ধার হওয়া ১১ জনের মধ্যে ৪ জন একটি ট্রলারে অবস্থান করছেন। তাঁরা উপকূলের দিকে ফিরে আসবেন। তিনজন অন্য একটি জাহাজে চড়ে চট্টগ্রামের দিকে চলে গেছেন। নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে কোস্টগার্ডের অভিযান অব্যাহত রয়েছে।
নোয়াখালী হাতিয়ার পূর্ব পাশে বঙ্গোপসাগরে মেঘনা নদীর মোহনায় হাতিয়ার ইসলাম চরের কাছে ‘এমভি মৌ-মনি’ নামে পণ্যবাহী জাহাজ ডুবে গেছে। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম থেকে পণ্য নিয়ে ঢাকায় যাওয়ার পথে দুর্ঘটনায় পড়ে জাহাজটি।
হাতিয়ার কোস্টগার্ড নৌ পুলিশ সূত্র জানায়, বৈরী আবহাওয়ার কারণে জাহাজটি দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনার সময় জাহাজটির নাবিক সাইফুল ইসলাম জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দিয়ে সহযোগিতা চান। পরে ৯৯৯-থেকে হাতিয়া নৌ পুলিশ ও কোস্টগার্ডকে সহযোগিতার জন্য বলা হয়। বেলা ২টার দিকে হাতিয়া কোস্টগার্ড ও নলচিরা নৌ পুলিশের দুটি টিম উদ্ধার করার জন্য হাতিয়ার নলচিরা ঘাট থেকে রওনা হয়। তারা বিকেলে ঘটনাস্থলে গিয়ে পৌঁছায়।
হাতিয়ার নলচিরা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মেহেদী জামান প্রথম আলোকে জানান, দুর্ঘটনায় ডুবে যাওয়া জাহাজটির ১২ জন নাবিকের মধ্যে ১১ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বাকি একজন নিখোঁজ রয়েছেন। তবে নিখোঁজ ব্যক্তির নাম জানাতে পারেননি তিনি।
কোস্টগার্ডের হাতিয়া স্টেশনের কমান্ডার সেলিম ফয়সল প্রথম আলোকে বলেন, বিকেলে তাঁরা ডুবে যাওয়া জাহাজের স্থলে যান। উদ্ধার হওয়া ১১ জনের মধ্যে ৪ জন একটি ট্রলারে অবস্থান করছেন। তাঁরা উপকূলের দিকে ফিরে আসবেন। তিনজন অন্য একটি জাহাজে চড়ে চট্টগ্রামের দিকে চলে গেছেন। নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে কোস্টগার্ডের অভিযান অব্যাহত রয়েছে।