শাহরাস্তি উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ওমর ফারুক রুমি সাংবাদিক সম্মেলনে বলেছেন আমি সবসময়ই আপনাদের পাশে থাকবো। আপনারা আমাকে যে ভাবে রাখবেন আমি সেই ভাবেই আপনাদের মাঝে থাকতে চাই। যারা জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের পক্ষে কাজ করেছেন সবাই আমার পক্ষে কাজ করে যাচ্ছেন। আমি আপনাদের সহযোগিতা চাই। আগামী ২১ মে ভোট কেন্দ্রে গিয়ে আনারস প্রতীকের মধ্যে আপনাদের ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করুন আমি আপনাদের হয়ে কাজ করবো।
শাহরাস্তি প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দের উপস্থিতিতে এসময় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেড এম আনোয়ার, উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুল মান্নান মোল্লা, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মুক্তার হোসেন মুক্ত, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলম চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল মান্নান বেপারী, সাবেক যুবলীগ নেতা এনামুল হক কমল, যুব মহিলা লীগের সভাপতি কাউন্সিলর রাবেয়া বসরী বকুল, কাউন্সিলর দের পক্ষে ৫ নং ওয়ার্ড কাউন্সিলর প্রহল্লাদ দে, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর কবীর, চিতোষী পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম মোল্লা।
সম্মেলনে কেন্দ্রীয় তাঁতীলীগের সাংগঠনিক সম্পাদক হেলাল মোল্লার সার্বিক তত্ত্বাবধানে বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।