কুমিল্লা জেলার লাকসাম এবং মনোহরগঞ্জ উপজেলায় শান্তিপূর্ণভাবে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। উপজেলা নির্বাচনে আজ সকাল আটটা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত চলে। নির্বাচনকেন্দ্রিক সহিংসতা রোধে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সর্তকতা অবলম্বন করেছে। লাকসাম ও মনোহরগঞ্জে উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রতিটি ইউনিয়নে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে স্ট্রাইকিং ফোর্স সার্বক্ষণিক দায়িত্ব পালন করেছে।
আইনশৃঙ্খলা রক্ষাকাহিনী বাহিনীর শক্ত অবস্থানের কারণে মনোহরগঞ্জের বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন এর নেতৃত্বে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা রুখে দেওয়া সম্ভব হয়েছে। জাকির হোসেন ৮০ টি ভোটকেন্দ্রের মধ্যে অধিকাংশ ভোটকেন্দ্রে এজেন্ট না দিয়ে নির্বাচনী প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করে। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন রকমের অপপ্রচার করে উপজেলা পরিষদের নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করছে। কিন্তু ভোটে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের ফলে সে অপচেষ্টা সফল হয় নি