নাটোরে ৪০ গ্রাম হেরোইন বহনের দায়ে আবু তালেব নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৪ মে) বিকেলে নাটোরের সিনিয়র জেলা ও দায়রা জজ অম্লান কুসুম জিষ্ণু আসামির উপস্থিতিতে এ রায় দেন।
বিষয়টি নিশ্চিত করে সরকারি কৌঁসুলি (পিপি) সিরাজুল ইসলাম জানান, ২০২১ সালের ১২ ডিসেম্বর রাতে গুরুদাসপুর উপজেলার কাছিকাটা টোলপ্লাজায় চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী নৈশকোচে তল্লাশি চালিয়ে তালেব ও নাছির নামের দুই যাত্রীর ব্যাগ থেকে ৪০ গ্রাম করে ৮০ গ্রাম হেরোইন জব্দ করে পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করে। তবে তদন্ত শেষে ২০২২ সালের ১০ জানুয়ারি পুলিশের দাখিল করা অভিযোগপত্রে নাছিরকে স্কুলছাত্র হিসেবে উল্লেখ করা হয়। এ কারণে আবু তালেবকে জেলা জজ আদালতে সাজা দেওয়া হলেও নাছিরকে বিচারের জন্য শিশু আদালতে পাঠানো হয়।