ময়মনসিংহে দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক আরিফুল হক মৃদুলের সরকারি মোবাইল নম্বর ক্লোন হয়েছে। পরে ময়মনসিংহ সদর, মুক্তাগাছা ও গৌরীপুর উপজেলার বিভিন্ন প্রার্থীদের কাছে ফোন করছে প্রতারক চক্র।
এ ব্যাপারে সোমবার (২০ মে) বিকেলে জেলা প্রশাসনের ফেসবুক পেজ থেকে পোস্ট দিয়ে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক করা হয়েছে।
রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফুল হক মৃদুল বলেন, নম্বর ক্লোন করে সকাল থেকে বিভিন্ন প্রার্থীকে ফোন করা হচ্ছে। প্রতারক চক্রটি আমার ছবি ও নাম ব্যবহার করে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রার্থীদের নাম্বারে মেসেজ করে প্রতারণা করার চেষ্টা করছে। বিষয়টি প্রথমে মুক্তাগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা হাসান আমাকে অবহিত করে। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রার্থীদের সতর্ক থাকার কথা জানানো হয়েছে। এ ছাড়া বিষয়টি সম্পর্কে খোঁজ ও ব্যবস্থা নিতে প্রশাসনকে বলা হয়েছে। এ বিষয়ে ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন বলেন, বিষয়টি আমাকে জানানো হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।