লোকাল গাইডস বাংলার ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল শনিবার রাজধানী ঢাকার ১০০ ফিটের শেফস টেবিল কোর্টসাইডে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সারা দেশের ৩০ জনের অধিক গুগল লোকাল গাইডস, এক্সপার্ট ম্যাপার অংশগ্রহণ করেন।
সাত বছর আগে বাংলাদেশের বিভিন্ন স্থানীয় ছোট বড় কমিউনিটি বিশেষ করে কুমিল্লা লোকাল গাইডস, চট্টগ্রাম লোকাল গাইডস, ময়মনসিংহ লোকাল গাইডস, দিনাজপুর লোকাল গাইডসসহ আরও কয়েকটি কমিউনিটি বা গ্রুপের সমন্বয়ে গঠিত হয়েছিল লোকাল গাইডস বাংলা গ্রুপ বা কমিউনিটি।
এই কমিউনিটি গঠনের প্রধান উদ্দেশ্য ছিল মাতৃভাষায় গাইডিং এবং ম্যাপিং প্রচার করা ও কোয়ালিটি ম্যাপিংয়ের মাধ্যমে দেশের ম্যাপকে স্প্যামমুক্ত রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করা। কোয়ালিটি গাইডিং প্রচারের মাধ্যমে গুগল ম্যাপ ব্যবহারকারীদেরকে সঠিক ম্যাপ প্রদর্শন করাই লোকাল গাইডসদের উদ্দেশ্য। আর লোকাল গাইডদের উৎসাহ প্রদানের জন্য লোকাল গাইডস দেশ বিদেশে বাংলা ৮০টিরও বেশি লোকাল গাইডস মিটাপের আয়োজন করেছে।
৭ম প্রতিষ্ঠাবার্ষিকীর ইভেন্টটি পরিচালনার দায়িত্বে ছিলেন লোকাল বাংলার প্রতিষ্ঠাতা এবং কানেক্ট মডারেটর মো. সফিউল বাশার, অ্যাডমিন শাহ মো. সুলতানসহ পুরো টিম। আয়োজকের দায়িত্ব পালন করেছেন শাকিল আকতার খান।
এই ইভেন্টে সবাইকে কোয়ালিটি গাইডিংয়ের মাধ্যমে সঠিকভাবে অবদান রাখার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। লোকাল গাইডসদের মধ্যে অভিজ্ঞতা ভাগাভাগি করা এবং কুশল বিনিময় ও অবসর সময়ে ভালো কাজ করার মাধ্যমে সবাইকে বিভিন্ন স্বেচ্ছাসেবামূলক সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের প্রতিও আহ্বান করা হয়। গুগল ম্যাপকে ব্যক্তিগত ছবি শেয়ার করার মাধ্যম না মনে করে গুগলের নির্দেশনা মেনে অন্য সবার উপকার হয় এমন ছবি ও তথ্য শেয়ার করার প্রতি সবাইকে অনুপ্রাণিত করা হয়। এছাড়াও গুগল ম্যাপে অবদান রাখার সময় বিশেষ করে রিভিউ লেখার সময় সবাইকে বাস্তব অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তথ্য শেয়ার করার কথা বলা হয়েছে।
লোকাল গাইডস বাংলার ফেসবুক গ্রুপের মাধ্যমে এবং লোকাল গাইডস কানেক্ট কমিউনিটির মাধ্যমে তাদের সকল গাইডিং কর্মকাণ্ড পরিচালনা করে থাকে। কোয়ালিটি গাইডিংয়ের পাশাপাশি লোকাল গাইডস বাংলা প্রতিবন্ধী কমিউনিটির সুবিধার্থে এক্সসিবিলিটি ম্যাপিং করার জন্য ম্যাপ এক্সেসিবিলিটি নামে একটি ক্যাম্পেইন পরিচালনা করে থাকে প্রতি বছর দেশের বিভিন্ন এলাকায়।