গাজীপুর মহানগরীর নাওজোর এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় বাসের ধাক্কায় এক নারীর মৃত্যুর গুজবে তাকওয়া পরিবহনের একটি মিনিবাসে আগুন দিয়েছে উত্তেজিত জনতা। এ সময় তারা গাজীপুর-টাঙ্গাইল মহাসড়ক প্রায় ৩০ মিনিট অবরোধ করে রাখে।
সোমবার (৩ জুন) রাত পৌনে ৯টার দিকে গাজীপুর মহানগরীর বাসন থানার নাওজোর এলাকায় গাজীপুর-টাঙ্গাইল মহাসড়কের কাশেম ট্রেক্সটাইল মিলের সামনে এ ঘটনা ঘটে।
বাসের ধাক্কায় আহত শাপলা খাতুন (২৭) পাবনার চাটমোহর থানার জাবর কোল গ্রামের ইসরাইল হোসেনের মেয়ে। তিনি গাজীপুরের বাসন থানা এলাকায় সিটি মেডিকেল নামে একটি ডায়াগনস্টিক সেন্টারে নার্স হিসেবে কর্মরত।
স্থানীয়রা জানান, রাত পৌনে ৯টার দিকে গাজীপুর-টাঙ্গাইল মহাসড়কের কাশেম টেক্সটাইলের সামনে তাকওয়া পরিবহনের (গাজীপুর-জ-১১-০০৯২) ধাক্কায় শাপলা খাতুন আহত হন। পরবর্তীতে উত্তেজিত জনতা তাকওয়া পরিবহনে আগুন ধরিয়ে দেন এবং ৩০ মিনিট মহাসড়ক অবরোধ করে রাখে। গুরুতর আহত শাপলা খাতুনকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।
বাসন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক বলেন, তাকওয়া পরিবহনের বাসচাপায় হাসপাতালের এক নার্স গুরুতর আহত হয়েছেন। তাকে এখন ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হচ্ছে। ওই সেবিকার মৃত্যু হয়েছে এমন খবরে বিক্ষুব্ধ জনতা একটি বাসে আগুন দিয়েছে। এখন পরিবেশ স্বাভাবিক রয়েছে।
গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা রুহুল আমিন মোল্লা বলেন, একজনের মৃত্যুর খবরে বিক্ষুব্ধ জনতা তাকওয়া বাসটিতে আগুন দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে। তবে বাসটির বেশিরভাগ অংশ পুড়ে গেছে।