ফেনীতে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া পণ্য উৎপাদন ও পণ্যের মোড়কের নিবন্ধন গ্রহণ না করায় দুই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল বিকেলের দিকে শহরের কুমিল্লা বাসস্ট্যান্ড ও ট্রাংক রোডে পৃথক অভিযানে এ জরিমানা করা হয়। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুর রহমান।
অভিযানে প্রসিকিউটর হিসেবে বিএসটিআই পরিদর্শক (মেট) প্রকৌশলী মো. জিল্লুর রহমান, ফিল্ড অফিসার (সিএম) নুরে আলম মো. ফিরোজ ও ফেনী মডেল থানা পুলিশের সদস্যরা সহায়তা করেন।বিএসটিআই সূত্রে জানা যায়, অভিযানে শহরের কুমিল্লা বাসস্ট্যান্ড এলাকায় মেসার্স মস্কো বেকারিকে সিএম লাইসেন্স গ্রহণ না করে পণ্য উৎপাদন ও বিক্রয় করায় বিএসটিআই আইন ২০১৮ অনুযায়ী একটি মামলা দায়ের করা হয় এবং ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। একইসময় ট্রাংক রোডের মেসার্স জালালিয়া অ্যান্ড পেস্ট্রি বেকার্সকে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন ২০১৮ অনুযায়ী পণ্যের মোড়কের নিবন্ধন গ্রহণ না করায় ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। বিএসটিআই পরিদর্শক (মেট) প্রকৌশলী মো. জিল্লুর রহমান বলেন, অনিয়মের অভিযোগে দুই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনুমোদনহীন এবং অস্বাস্থ্যকর পরিবেশের সব প্রতিষ্ঠানের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।