এশিয়ান ইনডোর অ্যাথলেটিক্সে হাইজাম্পার মাহফুজুর রহমান ব্রোঞ্জ জিতেছিলেন। এবার মালয়েশিয়ায় আমন্ত্রণমুলক টুর্নামেন্ট ছায়া মাটা মালয়েশিয়ান ওপেন অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে রৌপ্য জিতলেন এই হাইজাম্পার। মালয়েশিয়ার পাহাংয়ে দারুল মাকমুর খাতুন স্টেডিয়ামে আজ (রোববার) সকালে হাইজাম্প ইভেন্টে মাহফুজ বাংলাদেশের পক্ষে একটি পদক নিশ্চিত করেন। তিনি লাফিয়েছেন ২.১০ মিটার। এই টুর্নামেন্টে বাংলাদেশের এটি চতুর্থ রৌপ্য। এর আগে লং জাম্প, হ্যামার থ্রো ও পোলভল্টে একটি করে রৌপ্য পেয়েছে বাংলাদেশ।
৩০০০ মিটার স্টিপলচেজে স্বর্ণ জেতেন আল আমিন।এই টুর্নামেন্টে অংশ নিয়েছিলেন এশিয়ান ইনডোরে রৌপ্য জেতা জহির রায়হানও। তিনি ২০০ মিটারে সেমিফাইনালে উঠলেও ফাইনালে নাম লেখাতে ব্যর্থ হন। ৪০০ মিটারে এন্ট্রি দিলেও নাম প্রত্যাহার করেছেন জহির। এই টুর্নামেন্টে অংশ নিয়েছিলেন এশিয়ান ইনডোরে রৌপ্য জেতা জহির রায়হানও। তিনি ২০০ মিটারে সেমিফাইনালে উঠলেও ফাইনালে নাম লেখাতে ব্যর্থ হন। ৪০০ মিটারে এন্ট্রি দিলেও নাম প্রত্যাহার করেছেন জহির।