শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বঙ্গবন্ধু ভাস্কর্য ভেঙে ফেলেছে উৎসুক ছাত্র-জনতা।
সোমবার (৫ আগস্ট) বিকেল ৫টার দিকে হাজারো মানুষ সেনাবাহিনীর নিরাপত্তা বেষ্টনী ভেঙে এ ভাস্কর্য ভাঙচুর করে। এছাড়া একই সময় বিমানবন্দরের ভেতর আওয়ামী লীগের এক নেতার গাড়ি ভাঙচুর করা হয়।সরেজমিনে দেখা যায়, বিমানবন্দরের ঢুকতে টার্মিনাল ১ ও ২ এর মধ্যবর্তী স্থানে ভাস্কর্যটি পড়ে রয়েছে। এর ওপর দিয়ে হাঁটাচলা করছেন লোকজন। এর সামনেই একটি ব্যক্তিগত গাড়ি উল্টে পড়ে রয়েছে। গাড়ি থেকে বিভিন্ন যন্ত্রাংশ খুলে নেওয়ার চেষ্টা করছেন লোকজন। তবে বিমানবন্দরের সামনে কোনো পুলিশ সদস্যকে দেখা যায়নি। সেনাবাহিনীর কয়েক প্লাটুন সদস্য থাকলেও তাদের টহল দিতে দেখা যায়নি।প্রত্যক্ষদর্শী নাহিদ জানান, শেখ হাসিনার দেশত্যাগের পরেই হাজারো মানুষ বিমান বন্দরের সামনে জড়ো হন। সেনাবাহিনী তাদের আটকানোর বহু চেষ্টা করেছে। না পেরে বিকেল পাঁচটার দিকে তাদের ছেড়ে দেন। ওরে তারা ভাস্কর্যটি ভাঙচুর করে।এ বিষয়ে জানতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক কামরুল ইসলামের মোবাইল ফোন একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।