চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল একটি নাম হচ্ছে অষ্টগ্রাম স্পোর্টিং ক্লাব। ক্রিকেট, ফুটবলসহ নানা খেলায় সকল সময়ে সমানভাবে অংশ নিয়ে ইতিমধ্যে পুরো উপজেলায় আলোড়ন সৃষ্টিকারী একটি ক্রীড়া সংগঠন হচ্ছে অষ্টগ্রাম স্পোর্টিং ক্লাব।
সম্প্রতি শাহরাস্তির চিতোষী উপজেলায় চিতোষী পূর্ব ইউনিয়নে চিতোষী আর এন্ড এম উচ্চ বিদ্যালয় মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৪ আয়োজনে অংশ নিবে অষ্টগ্রাম স্পোর্টিং ক্লাব। এতে জাতীয় দল, বিভিন্ন জেলা ও উপজেলার নামকরা খেলোয়াড়রা অংশ নিবেন। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক মিডফিল্ডার মামুনুল ইসলাম, ফরেন স্ট্রাইকার দারুজ, বাংলাদেশ জাতীয় দলের অনুর্ধ্ব ১৭ এর মিডফিল্ডার সৌম্য চাকমা, লক্ষীপুর জেলার রাইট ব্যাক খেলোয়াড় নুরু, কুমিল্লা জেলার গোলরক্ষক মাহফুজ, চাঁদপুর জেলার কচুয়া উপজেলার মিডফিল্ডার সাইফুল, চাঁদপুর সদরের স্টপার আশিক, শাহরাস্তি উপজেলার লেফট ব্যাক ফরিদসহ আরও অনেকেই অংশ নিবেন বলে জানিয়েছেন ক্লাবের দায়িত্বশীল কর্মকর্তাগণ।
শাহরাস্তি উপজেলায় শাহরাস্তি প্রিমিয়ার লীগ-২০২৩ এ জাতীয় দলের ক্রিকেটার মোহাম্মদ সাইফুদ্দিনকে এনে উপজেলায় সাড়া ফেলেছিলেন। আসন্ন শাহরাস্তি প্রিমিয়ার লীগ-২০২৪ এ জাতীয় দলের ক্রিকেটার সাব্বির রহমান আসার কথা রয়েছে।
উল্লেখ্য, ২০০১ সালে প্রতিষ্ঠিত অষ্টগ্রাম স্পোর্টিং ক্লাবটি প্রতিষ্ঠিত হয়। ক্লাবটির পৃষ্টপোষক ও পরিচালক হিসেবে রয়েছেন কাতার প্রবাসী জাহিদুল ইসলাম দিপু। এছাড়া ক্লাবটির সভাপতি হিসেবে রয়েছেন মাহবুবুর রহমান ও সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন সালাউদ্দিন সুজন।