একসময় ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের সঙ্গে দাম্পত্যে ছিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। তাদের রয়েছে জয় নামে এক সন্তান।
ঈদে মুক্তি পাওয়া ঢালিউড কুইন অপু অভিনীত ‘লাল শাড়ি’ সিনেমাটি সরকারি অনুদানে নির্মিত হয়েছে অপু–জয় প্রোডাকশন হাউস থেকে। অপুর সিনেমার সঙ্গে নিজের সন্তান জয়ের নাম যুক্ত থাকায় ছবিটির প্রতি আবেগ কাজ করছে শাকিব খানের। তাই সিনেমাটি দেখার আহ্বান জানিয়েছেন এই সুপারস্টার। এ বিষয়ে ৩০ জুন বিকেলে নিজের ফেসবুক পেজে এক স্ট্যাটাস দেন শাকিব। সাবেক স্বামীর ওই পোস্টের স্ট্যাটাস নজরে আসে অপু বিশ্বাসের। চিত্রনায়িকা সেই পোস্ট নিজের ভেরিফাইড পেজে শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘আমার প্রত্যেকটা সাফল্যের পেছনে মা-বাবার পর তোমার অবদান।’ এভাবেই শাকিবের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন অপু।
অভিনেত্রীর ক্যাপশনের কথাটি ভালোভাবেই নিয়েছেন ভক্তরা। সাবেক স্বামী-স্ত্রীর একে অন্যের পাশে দাঁড়ানোর বিষয়কে ইতিবাচকভাবেই নিয়েছেন নেটিজেনরা।
উল্লেখ্য, ‘লাল শাড়ি’ ছবিতে অপু বিশ্বাসের সঙ্গে অভিনয় করেছেন চিত্রনায়ক সাইমন সাদিক। এটি পরিচালনা করেছেন বন্ধন বিশ্বাস। সিনেমায় আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, সুমিত সেনগুপ্ত, দিলরুবা দোয়েল, রাশেদুজ্জামান অপু, শাহেদ আলী প্রমুখ।