‘আদিপুরুষ’ সিনেমার পর আবারও বিতর্কে বলিউড তারকা অক্ষয় কুমারের নতুন সিনেমা ‘ওহ মাই গড-২’। এ সিনেমার টিজার প্রকাশ্যে আসতেই আবারও এর বিভিন্ন বিষয় নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে।
সিনেমার একটি বিশেষ দৃশ্যে আপত্তি জানিয়েছেন অনেকেই। আর এ দৃশ্যের জন্যই অক্ষয় কুমারের নতুন সিনেমাকে আবারও রিভিউতে পাঠিয়েছে ভারতের সেন্টার বোর্ড। টিজারের ঠিক কোন দৃশ্যে আপত্তি রয়েছে তা এখনো স্পষ্ট করে জানানো হয়নি। ঝলকে মহাদেব শঙ্করের ভূমিকায় দেখা যাবে অক্ষয় কুমারকে।
অন্যদিকে মহাদেবের একনিষ্ঠ ভক্তের চরিত্রে দেখা যাবে পঙ্কজ ত্রিপাঠিকে। আর টিজারে দেখা গিয়েছে মহাদেবের রুদ্রাভিষেকের একটি দৃশ্য। সেখানে দেখা যাচ্ছে, মন্দিরে গঙ্গার পানি ঢালা হচ্ছে শিবলিঙ্গের মাথায়।
এছাড়াও রেলওয়ের পানির বড় পাইপ দিয়ে ঠিক একই সময়ে এই পানিতে গোসল করছেন ধ্যানরত অক্ষয় কুমার। যিনি মহাদেব শঙ্করের ভূমিকায় অভিনয় করেছেন। তাকে রেলওয়ের পানি দিয়ে গোসল করানোতেই আপত্তি উঠেছে।
ভারতের সেন্টার বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে, ‘সেন্সর বোর্ডের কোনো সিনেমাকে বাতিল করার ক্ষমতা দেওয়া হয়নি। তবে সেন্সর বোর্ড কেবল সিনেমাটির একটি রিভিউ করার জন্য নোটিশ পাঠাতে পারে। যাতে বিশেষ কোনো দৃশ্যে নিয়ে আপত্তি থাকলে সেটা পরিবর্তন করা যায় ও সিনেমাটিকে আবারও প্রেক্ষাগৃহে আনা যায়।
সদ্যমুক্তি পাওয়া টিজারের পুরোটাতেই শোনা যাচ্ছে, পঙ্কজ ত্রিপাঠীর কণ্ঠ। শুরুতেই তাকে বলতে শোনা যায়, ‘ঈশ্বর আছেন কি না, এর প্রমাণ মানুষ আস্তিক বা নাস্তিক হয়ে দিতে পারেন। কিন্তু ভগবান নিজের সৃষ্ট মানুষের মধ্যে কখনো ভেদাভেদ করেন না’।
ওহ মাই গড’ সিনেমায় দেখা মিলেছিল নাস্তিক কাঞ্জিলাল মেহতার। যে চরিত্রে অভিনয় করেছিলেন পরেশ রাওয়াল। সেই সূত্র টেনেই এবারের ‘ওহ মাই গড-২’ সিনেমাতে দেখা যাবে আস্তিক কান্তি শরণ মুদগলকে।
এই চরিত্রে দেখা যাবে পঙ্কজ ত্রিপাঠীকে। কান্তি শরণ মুদগল, যিনি মনে প্রাণে শিবের আরাধনা করেন। তাকে বিপদের সময়ে উদ্ধারে আসেন স্বয়ং শিব। অমিত রাই পরিচালিত এ সিনেমাতে অক্ষয় কুমারকে শিবের অবতার হিসেবে দেখা যাবে। অক্ষয়ের ডেডলকসে নতুন লুক এরই মধ্যে প্রকাশ্যে এসেছে। সিনেমাতে দেখা যাবে ইয়ামি গৌতমকেও। তাকে আইনজীবীর চরিত্রে দেখা যাবে।