দেশে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ৭৪২ জন। আর এ সময়ে মৃত্যু হয়েছে আরও ১৩ জনের। এর মাধ্যমে চলতি মাসের প্রথম আট দিনে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ছাড়িয়ে গেল ২০ হাজারের বেশি। আর চলতি বছরে এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ছাড়াল ৭২ হাজারের বেশি। চলতি বছরে এখন পর্যন্ত সরকারি হিসেবে মৃত্যু হয়েছে ৩৪০ জনের।
স্বাস্থ্য অধিদপ্তর মঙ্গলবার জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় (৭ আগস্ট সকাল ৮টা থেকে ৮ আগস্ট সকাল ৮টা) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি দুই হাজার ৭৪২ জনের মধ্যে ঢাকা নগরের হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার দুইজন, আর ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৭৪০ জন।
এদের নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হলেন ৭২ হাজার ২২৫ জন। তাদের মধ্যে ঢাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৭ হাজার ৭২২ জন, আর ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৪ হাজার ৫০৩ জন।
ভর্তি রোগীদের মধ্যে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ৬২ হাজার ৪২২ জন। বর্তমানে চিকিৎসাধীন নয় হাজার ৪৬৩ জন।
অধিদপ্তরের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৩ জনের মধ্যে ঢাকা নগরের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ১১ জন, আর ঢাকার বাইরের হাসপাতালে ছিলেন দুইজন। তাদের নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত সরকারি হিসাবেই ডেঙ্গুতে মৃত্যু হলো ৩৪০ জনের। এর মধ্যে ঢাকার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ২৬৯ জন, আর রাজধানীর বাইরের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ৭১ জন।
এর আগে গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড হয়। ওই বছরে ২৮১ জনের মৃত্যুর কথা জানায় অধিদপ্তর। কিন্তু চলতি বছরের ৩ আগস্ট সে রেকর্ড ভেঙে যায়।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব মতে, চলতি মাসের প্রথম আট দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২০ হাজার ৩৯৩ জন, এ সময়ে মৃত্যু হয়েছে ৮৯ জনের।
গত জুলাইয়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৩ হাজার ৮৫৪ জন, আর মৃত্যু হয়েছে ২০৪ জনের। তার আগের জুন মাসে হাসপাতালে ভর্তি হয়েছিলেন পাঁচ হাজার ৯৫৬ জন। সে সময় মারা যান ৩৪ জন।
বছরের প্রথম মাস জানুয়ারিতে ৫৬৬ জন, ফেব্রুয়ারিতে ১৬৬ জন, মার্চে ১১১ জন, এপ্রিলে ১৪৩ জন এবং মে মাসে এক হাজার ৩৬ জন হাসপাতালে ভর্তি হন। মারা যান জানুয়ারিতে ছয়জন, ফেব্রুয়ারিতে তিনজন এবং এপ্রিল ও মে মাসে দুজন করে।
দেশে ডেঙ্গুর প্রকোপ প্রথম নজরে আসে ২০০০ সালে। এরপর সবচেয়ে ডেঙ্গু বেশি রোগী শনাক্ত হয় ২০১৯ সালে। সে বছর হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ছিল এক লাখ এক হাজার ৩৫৪ জন এবং মৃত্যু হয় ১৭৯ জনের।