মার্কিন যুক্তরাষ্ট্রে ফুটবল খেলতে গিয়ে যেন ফর্মের সর্বোচ্চ চূড়ায় রয়েছেন লিওনেল মেসি। এখনও পর্যন্ত ৬টি ম্যাচ খেলেছেন এবং সবগুলো ম্যাচেই করেছেন গোল। মোট ৯টি গোল এসেছে আর্জেন্টাইন এই তারকা পা থেকে। সে সঙ্গে তিনি প্রথমবারের মতো ইন্টার মিয়ামিকে তুলে দিয়েছেন লিগ কাপের ফাইনালে। শনিবার ন্যাশভিলে এফসিকে হারাতে পারলে ইতিহাসের অংশ হয়ে যাবেন তিনি।
ইন্টার মিয়ামিকে প্রথম কোনো শিরোপা তো এনে দেবেনই, সে সঙ্গে ইতিহাসে সর্বোচ্চ শিরোপাজয়ী ফুটবলার হিসেবে যৌথভাবে শীর্ষে উঠে যাবেন মেসি। এখনও পর্যন্ত মেসি জয় করেছেন মোট ৪৩টি শিরোপা। ৪৪টি শিরোপা জয় করে সবার ওপরে রয়েছেন, তারই সতীর্থ এবং ব্রাজিলের সাবেক ডিফেন্ডার দানি আলভেজ।
মেসি যাওয়ার পর যুক্তরাষ্ট্রের লিগ কাপেরও যে মূল্য বেড়েছে, তাতে উত্তর এবং দক্ষিণ আমেরিকাজুড়ে নতুন একটি টুর্নামেন্ট আয়োজনের আলোচনা উঠে এসেছে।
লিগ কাপের ফাইনালে ওঠার কারণে ইন্টার মিয়ামি কনকা (কনকাকাফ) চ্যাম্পিয়নশিপে খেলার যোগ্যতা অর্জন করেছে। এখন দুই আমেরিকা মহাদেশের ফুটবল কর্মকর্তারা আলোচনা করছেন- উত্তর আমেরিকার লিগ কাপ, কনকা চ্যাম্পিয়নশিপ, দক্ষিণ আমেরিকার কোপা লিবারতোদেরেস এবং কোপা সুদামেরিকানা বিজয়ী ক্লাবগুলোকে নিয়ে আলাদা একটি টুর্নামেন্ট আয়োজনের।
আর্জেন্টিনাভিত্তিক বিখ্যাত স্পোর্টস ওয়েবসাইট টিওয়াইসি এ সংবাদ প্রকাশ করেছে। সেখানে তারা লিখেছে, মেসির আগমণে এমএলএসে যে বিপ্লব এবং উন্মাদনা তৈরি হয়েছে, তাতে করে ফুটবল কর্মকর্তারা ভাবছেন বিশ্বসেরা ফুটবলারের উপস্থিতিকে আরও কীভাবে কাজে লাগানো যায়। সে চিন্তা থেকেই নতুন এই টুর্নামেন্টের উদ্ভব হতে যাচ্ছে।
বিশেষ করে কনমেবল (দক্ষিণ আমেরিকা মহাদেশের দেশগুলোর সংস্থা) প্রেসিডেন্ট আলেজান্দ্রো ডমিঙ্গেজকে এই টুর্নামেন্টের স্বপ্নদ্রষ্টা বলা যায়। তবে, এই টুর্নামেন্ট তৈরি করতে হলে কোপা লিবারতোদেরেসের রেগুলেশন পরিবর্তন করতে হবে। তাতেও যদি নতুন একটি টুর্নামেন্ট তৈরি করা যায় এবং মেসির উপস্থিতিতে তাকে জনপ্রিয় করে তোলা যায়, তাও করতে রাজি কনমেবল সভাপতি।
নতুন টুর্নামেন্ট হলে সেখানে খেলতে পারবে কনকা চাম্পিয়ন মেক্সিকোর লিওঁ, লিগ কাপের চ্যাম্পিয়ন (ইন্টার মিয়ামি কিংবা ন্যাশভিলে), কোপা লিবারতোদেরেস এবং কোপা সুদামেরিকানা চ্যাম্পিয়ন, যারা নির্ধারিত হবে আগামী নভেম্বরে।
কনকাকাফ এবং কনমেবল মিলে আগামী জানুয়ারিতেই আয়োজন করতে চায় চারদলের নতুন এই টুর্নামেন্টটি। যদিও টুর্নামেন্টটা এখনও পুরোপুরি ফাইনাল হয়নি। তবে আলোচনা যতদুর এগিয়েছে, তাতে আগামী জানুয়ারিতে নতুন এই টুর্নামেন্ট মাঠে গড়ালে অবাক হওয়ার কিছু থাকবে না।